এবার মেক্সিকোতে শাকিরা-ঝড়

কনসার্ট শুরুর আগে থেকেই মিলনায়তনের বাইরে ভিড় আর শুরুর পর গানে আর নাচে যেন ভিন্ন জগতে হারিয়ে যাওয়া; মঞ্চে যখন শাকিরা থাকেন, এ ছাড়া আর কীই–বা হতে পারে। গত বুধবার রাতেও মেক্সিকো সিটিতে দেখা গেল এমন দৃশ্য। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

১ / ৫
গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সী গায়িকা। এএফপি
২ / ৫
গত ১৭ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে এই ট্যুর শুরু করেন শাকিরা। এরপর পেরু, কলম্বিয়া, চিলি, আর্জেন্টিনা হয়ে গায়িকা এসেছেন মেক্সিকোতে। এএফপি
আরও পড়ুন
৩ / ৫
গত ১৬ মার্চ মেক্সিকোতে পারফর্ম করেন গায়িকা। ৩০ মার্চ পর্যন্ত মেক্সিকো সিটির আলাদা ভেন্যুতে আরও ছয়টি কনসার্টে গাইবেন শাকিরা। এএফপি
৪ / ৫
বুধবার রাতে শাকিরা মঞ্চে ওঠার পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে উন্মাদনা শুরু হয়। এএফপি
৫ / ৫
এদিন নিজের জনপ্রিয় গানগুলো শোনান কলম্বিয়ান তারকা। রয়টার্স