সমালোচনার মুখে করিমের গান সরিয়ে নিল টি সিরিজ
অনুমতি ছাড়াই শাহ আবদুল করিমের গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করার ঘটনায় সমালোচনার মুখে গানটি সরিয়ে নিয়েছে ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি আর দেখা যাচ্ছে না। টি সিরিজের ব্যানারে গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের সংগীত পরিচালক অভিষেক দাস। অভিষেক প্রথম আলোকে জানান, ভিডিওটি নামিয়ে নিয়েছে টি সিরিজ।
গত ২৭ সেপ্টেম্বর গানটি প্রকাশ করে টি সিরিজ। তবে তা রেকর্ডের জন্য করিম পরিবারের কোনো অনুমতি নেয়নি ভারতের সবচেয়ে বড় রেকর্ড লেবেলটি। শাহ আবদুল করিমের গানটিকে ‘প্রচলিত’ বলে প্রচার করেছে টি সিরিজ।
বিষয়টি নজরে আসার পর গত ১ অক্টোবর বাংলাদেশ কপিরাইট অফিসে টি সিরিজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শাহ আবদুল করিমের ছেলে বাউলশিল্পী শাহ নূর জালাল। এতে ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘শাহ আবদুল করিমের গান চুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর শ্রোতাদের সমালোচনার মুখে গানটি সরিয়ে নিল টি সিরিজ।
এর আগে দুপুরের দিকে বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অভিষেক দাস। তিনি বলেন, ‘গানটি নিয়ে একটু ভুল–বোঝাবুঝি হয়েছে। গানটি শাহ আবদুল করিমের, সেটা অস্বীকারের কোনো সুযোগ নেই। নামটা যায়নি, এটা ভুল হয়েছে। একজন কিংবদন্তির গান করেছি, কিন্তু নামটা দিতে পারিনি। খুব খারাপ লাগছে, আমি দুঃখ প্রকাশ করছি।’
অভিষেক দাসের সংগীতায়োজনে গানটি গেয়েছেন গুরুজিৎ সিং। অভিষেক ও গুরুজিৎ বলছেন, গানটি প্রকাশের পরপরই তাঁরা টি সিরিজকে শাহ আবদুল করিমের নাম যুক্ত করতে বলেছেন। তবে দেড় সপ্তাহেও তা করা হয়নি।
স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া গান (বুদ্ধিবৃত্তিক সম্পত্তি) প্রচারকে ‘চুরি’ বলছেন কপিরাইট বিশেষজ্ঞেরা, তার ওপর সেই গানকে ‘প্রচলিত’ বলাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছেন তাঁরা।
কপিরাইট বিশেষজ্ঞরা বলছেন, এই চুরির দায় মূলত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের। তবে বিষয়টি নিয়ে টি সিরিজ এখনো মুখ খোলেনি।
টি সিরিজের বক্তব্য জানতে গত সোমবার প্রথম আলোর তরফ থেকে টি সিরিজের আন্তর্জাতিক প্রকাশনা বিভাগের কর্মকর্তা বরুণ অরোরাকে ই-মেইল করা হয়েছে, তবে এখনো সাড়া পাওয়া যায়নি।
আগে কী সুন্দর দিন কাটাইতাম
১৯৭৮-৭৯ সালের দিকে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ রচনা করেন শাহ আবদুল করিম। নিজেই সুরারোপ করে গানটি পরিবেশন করেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনেও গানটি করেছেন করিম। ১৯৮১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত শাহ আবদুল করিমের ‘কালনীর ঢেউ’ বইয়ে গানটি অন্তর্ভুক্ত করা হয়।
শাহ আবদুল করিমের মৃত্যুর পর ২০১০ সালের ৪ নভেম্বর ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’সহ ‘কালনীর ঢেউ’ বইয়ের সব গানের কপিরাইট করান শাহ নূর জালাল। করিমের উত্তরাধিকারী হিসেবে তাঁর সংগীতকর্মের স্বত্বাধিকার পেয়েছেন নূর জালাল।
কপিরাইট আইন অনুসারে, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’সহ আবদুল করিমের যেকোনো গান বাণিজ্যিকভাবে প্রচারের আগে স্বত্বাধিকারী শাহ নূর জালালের অনুমতি নিতে হবে।
পরিবার বলছে, টি সিরিজ কোনো অনুমতি নেয়নি। আইন অনুসারে টি সিরিজকে ক্ষতিপূরণ দিতে হবে। কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের (সিএমও) মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে বাংলাদেশে সিএমওর প্রতিনিধি সংগঠন বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)।
শাহ আবদুল করিমের পরিবারের লিখিত অভিযোগ ইতিমধ্যে বিএলসিপিএসকে পাঠিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। বিএলসিপিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিন আহমেদ জানান, করিমের পরিবারের অভিযোগ ইতিমধ্যে ভারতের সিএমও সংগঠন আইপিআরএস, টি সিরিজ ও সারেগামাকে জানানো হয়েছে।
টি সিরিজের বাইরে ভারতের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামাও শাহ আবদুল করিমের গান চুরি করেছে। সারেগামার বিরুদ্ধেও বাংলাদেশ কপিরাইট অফিসে লিখিত অভিযোগ করেছে শাহ আবদুল করিমের পরিবার।