জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে হিউস্টনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’

জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে এই কনসার্ট আয়োজন করছে হিউস্টনের প্রবাসী বাংলাদেশিরা

আজ হিউস্টনে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে এই কনসার্ট আয়োজন করছে হিউস্টনের প্রবাসী বাংলাদেশিরা। সংগ্রহের সব অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহত ব্যক্তিদের দেওয়া হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিভার্সিটি অব হিউস্টন স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এ কনসার্টে তিন শহর হিউস্টন, অস্টিন আর ডালাসের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’ আর কণ্ঠশিল্পী কুহু গান পরিবেশন করবেন। আরও থাকছে মিউজিশিয়ান বাবনা করিমের সলিডারিটি বক্তব্যসহ কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতায় আবৃত্তিশিল্পী সাগর সেনের আবৃত্তি ‘অপারগতার গ্লানি’ নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ পরিবেশনা

আর আহত ব্যক্তিদের সাহায্যে নারীপক্ষের উদ্যোগের বিবরণে বিশেষ উপস্থাপনা। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিউআর কোড স্কান করে ডোনেট করতে চাইলে লগইন করতে হবে।
https://www.facebook.com/share/XmDya6UsNAKVdKt4/?mibextid=9VsGKo