হানিমুনের ছবি প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখলেন, ‘এ প্রেম সুদৃঢ়’
বছরের শুরুতে আবার বিয়ের খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গেলেও এত দিন তাহসান–রোজা কেউই কোনো ছবি প্রকাশ করেননি। রোববার দিবাগত রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাঁদের হানিমুনের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। চলুন দেখে নেওয়া যাক তাহসান ও রোজার সেসব স্থিরচিত্র
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬