মিলা ফিরলেন সিনেমার গানে, তা কত বছর পর...
কয়েক দিন আগে পরিচালক সঞ্জয় সমাদ্দার তাঁর নতুন সিনেমা ‘ইনসাফ’–এর ঘোষণা দিয়েছেন। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ এই ছবির অন্যতম প্রধান তিনটি চরিত্র। ‘ইনসাফ’ ছবিরই একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা মিলা ইসলাম। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে সাত বছরের বিরতি ভাঙলেন তিনি। মিলার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মিলা।
মিলার গাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রের ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার। খুব শিগগিরই এই গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে। জানা গেছে, মিলার গাওয়া এই গানের চিত্রায়ণে অংশ নেবেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, ১৫ মার্চ থেকে ‘ইনসাফ’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হবে।
উচ্ছ্বসিত মিলা আজ শনিবার সকালে প্রথম আলোকে বললেন, ‘দারুণ একটি গান। ইমন ভাই এই গানের জন্য আমাকে ভেবেছেন, এই কারণে তাঁর প্রতি কৃতজ্ঞ। এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি এখন আগের চেয়ে গান নিয়ে সিরিয়াস। সামনে আরও নতুন কিছু গান প্রকাশিত হবে। পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ঈদের পর বেশ কয়েকটি স্টেজ শো নিয়ে কথাবার্তা চলছে।’
মিলা জানালেন, সাত বছর আগে তিনি ‘মনে রেখো’ ছবিতে ‘বেয়াড়া প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এস এ হক অলিকের কথায় সেই গানের সুর ও সংগীত পরিচালনা করেন হৃদয় খান। ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী।
মিলা বললেন, ‘শওকত আলী ইমন কত বড় মাপের সুরকার, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তাঁর সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তাঁর সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে, তা দ্বিতীয়বার ভাবিনি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন আর একমুহূর্তও দেরি করিনি। বেশ আনন্দ নিয়েই “ইনসাফ” সিনেমার গানটি গেয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, “প্রেম পুকুরে” তেমনই একটি গান।’
‘ইনসাফ’ ছবির গানটি নিয়ে সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘মিলার গায়কি নিয়ে তো বলার কিছু নেই। এত পাওয়ারফুল একটি কণ্ঠ, মাঝে অনেকটা দিন চলচ্চিত্রের গানে অনিয়মিত। এবার যখন ইনসাফ ছবির গানটি নিয়ে কাজ শুরু করলাম, তখনই ভাবলাম এটি মিলাকে দিয়ে গাওয়ানো উচিত। এরপর যোগাযোগ করি। আমি যেভাবে ভেবেছিলাম, ঠিক সেভাবে গানটি গেয়েছে মিলা। আমার বিশ্বাস, মিলার ক্যারিয়ারে আরেকটি সুন্দর গান যোগ হতে যাচ্ছে।’
ইমন জানালেন, মিলার সঙ্গে তাঁর প্রথম প্লেব্যাক ‘ভালোবাসার রং’ ছবিতে, ১৩ বছর আগে জাজ মাল্টিমিডিয়ার সেই ছবিতে অভিনয় করেন বাপ্পী ও মাহী। এরপর আরও তিনটি ছবিতে মিলাকে দিয়ে গান করিয়েছেন তিনি। ‘ইনসাফ’ তাঁদের দুজনের পাঁচ নম্বর চলচ্চিত্রের কাজ।