‘ঢাকা মেকার্স’-এ গাইবেন যাঁরা
আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে ‘ঢাকা মেকার্স’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে কারুশিল্পের এই উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি রাতেই থাকছে সংগীতায়োজন।
প্রথম দিন সন্ধ্যায় গান শোনাবেন মুইজ মাহফুজ ও কৃষ্ণকলি। দ্বিতীয় দিন গান শোনাবে সাবকনশাস ও পাওয়ারসার্জ ব্যান্ড।
মেট্রোলাইফের পরিবেশনা দিয়ে শুরু হবে তৃতীয় দিনের আয়োজন, এরপর গান শোনাবেন কফিল আহমেদ। চতুর্থ দিন থাকছে কনক আদিত্যের গান ও পোস্ট অফিস সোসাইটির পারফরম্যান্স। আর শেষ দিন গান পরিবেশনা করবে রেহমান ডুয়ো।
ঢাকা মেকার্সের জনসংযোগ কর্মকর্তা অমিয়া খন্দকার বলেন, ‘তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা সব বয়সী দর্শকের জন্যই আয়োজন রাখছি। কৃষ্ণকলি যেমন থাকছে, পাশাপাশি রক ব্যান্ডও থাকছে, আবার অ্যাকুস্টিক পারফরম্যান্সও রেখেছি। এসব আয়োজনের সঙ্গে শেষ দিন একটা চমক থাকছে, যা উৎসব শুরু হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। গান ছাড়াও মঞ্চে সারা দিনই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এটি এমন এক উৎসব, যেখানে শিল্প, নকশা ও কারুশিল্পকে কাছ থেকে দেখা যাবে। এবারের উৎসবে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ জন শিল্পী। থাকবে তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী কারুশিল্প, তিন শর বেশি শিল্পকর্মের পসরা। কারুশিল্প বাণিজ্যে আগ্রহী তরুণদের জন্য থাকছে ১৯টি কর্মশালা।
ঢাকা মেকার্সের এটি তৃতীয় আয়োজন।