কী জাদু চার্লির গানে

চার্লি এক্সসিএক্স। রয়টার্স

প্রায় এক যুগ আগে এসেছে প্রথম অ্যালবাম। বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে তিনি অপরিচিত নন, তবে চলতি বছর এসে যেন নতুন করে পথ খুঁজে পেলেন চার্লি এক্সসিএক্স। এই ব্রিটিশ গায়িকার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ তাঁকে ক্যারিয়ারের পরের ধাপে পৌঁছে দিয়েছে। ভ্যারাইটি, বিবিসির বিচারে ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে ব্র্যাট।

‘ব্র্যাট’ বাজারে আসে গত ৭ জুন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে টপ চার্টের শীর্ষে ওঠে, আরও ১২টি দেশে ছিল সেরা দশে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিলবোর্ডের অ্যালবাম চার্টে তিনে উঠে আসে, যা চার্লির ক্যারিয়ার–সেরা। ‘ব্র্যাট’-এর কীর্তির এখানেই শেষ নয়, ১১ অক্টোবর বাজারে আসে এটির রিমিক্স সংস্করণ, যেখানে চার্লির সঙ্গে ছিলেন আরও ২০ অতিথি শিল্পী। মেটাক্রিটিকে চলতি বছর সবচেয়ে বেশি রেটিং পাওয়া অ্যালবাম ‘ব্র্যাট’। এ অ্যালবামের গান এতটাই জনপ্রিয় হয় যে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারেও হরদম বেজেছে।

এ অ্যালবামের কল্যাণে গ্র্যামিতে আটটি মনোনয়ন পেয়েছেন চার্লি। গানের পাশাপাশি মিউজিক ভিডিও-ও আলোচিত হয়েছে। সবচেয়ে চর্চা হয়েছে ‘৩৬০’ নিয়ে; প্রায় সব সমালোচকই বলেছেন, এটি চার্লির ক্যারিয়ার–সেরা মিউজিক ভিডিও; কিন্তু কী এমন আছে এ অ্যালবামে, যা নিয়ে মেটাক্রিটিকের মতো খুঁতখুঁতে সাইটের সমালোচকেরা উচ্চকণ্ঠ? সেটি জানতে হলে পিছিয়ে যেতে হবে চার্লির কৈশোরে।

চার্লি এক্সসিএক্স। রয়টার্স

বড় হওয়ার সময়টায় চার্লি কাটিয়েছেন লন্ডনের ক্লাব আর ড্যান্স পার্টিতে পারফর্ম করে। ব্র্যাট অ্যালবামের গানগুলোতে সেই আমেজ পাওয়া গেছে পুরোপুরি। গায়িকা বলছেন, এটা তাঁর হৃদয়ের খুব কাছের অ্যালবাম। তাঁর ভাষ্যে, ‘অ্যালবামটি সবচেয়ে আক্রমণাত্মক, একই সঙ্গে সবচেয়ে ভঙ্গুর।’

কেবল যে শ্রোতা আর সমালোচকদের ভালোবাসা পেয়েছে, তা–ই নয়, ব্র্যাট যেন হয়ে উঠেছিল পপ কালচারের অংশ। যুক্তরাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র লন্ডন আই অ্যালবামটির মুক্তির দিন এটির প্রচ্ছদের রঙে সেজেছিল, ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে আলোচনা হয়েছে এটি নিয়ে। ফোর্বসও তো ২০২৪ সালে পপ কালচারের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্র্যাটকে চিহ্নিত করেছে। ৩১ অক্টোবর কলিনস ইংলিশ ডিকশনারি ‘ব্র্যাট’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

আরও পড়ুন

অ্যালবামের সাফল্যের পথ ধরে ২৭ নভেম্বর ম্যানচেস্টার থেকে চার্লি শুরু করেছেন ‘ব্র্যাট ট্যুর’। ২০২৫ সালের ১০ আগস্ট হেলসিংকিতে শেষ হবে এ ট্যুর।
চার্লি এক্সসিএক্স। ছবি: এএফপি