সত্যিই কি বিয়ে করেছেন, নিজেই জানালেন ‘পাসুরি’ গায়ক

আলী শেঠিছবি: ইনস্টাগ্রাম

কোক স্টুডিওর ‘পাসুরি’ গান গেয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি গায়ক ও গীতিকার আলী শেঠির বিয়ের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মুখ খুললেন আলী শেঠি, এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি বিয়ে করিনি।’

গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাসুরি’ প্রকাশের পর তারকাখ্যাতি পেয়েছেন ৩৯ বছর বয়সী আলী শেঠি। এর পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলছে।
কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, এক পাকিস্তানি শিল্পীকে নিউইয়র্কে বিয়ে করেছেন আলী। গুঞ্জনটি কে, কেন ছড়াল, তা বুঝতে পারছেন না বলে জানান আলী।

সপ্তাহ তিনেক আগে যুক্তরাষ্ট্রের গায়ক নোয়াহ জিয়ারগেসনের সঙ্গে ‘পানিয়া’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন আলী শেঠি। গানটির প্রচারের জন্য অনুরোধ করেছেন তিনি। মজার ছলে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তাঁদের (যাঁরা গুঞ্জন ছড়িয়েছেন) হয়তো আমার নতুন গানের প্রচার করা উচিত।’

এই বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় আয়োজিত ‘কোচালা’ সংগীত উৎসবে গান করেছেন আলী। টাইম ম্যাগাজিনের ১০০ জনের তালিকায়ও জায়গা পেয়েছেন তিনি।

আরও পড়ুন