ট্রেন্ডিংয়ে শাকিব হিন্দি সংস্করণে এগিয়ে, কোন গানগুলো শুনছেন দর্শক

বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কোন গানগুলো? শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার গান এই প্রথম একই দিনে বাংলা ও উর্দু—দুই সংস্করণে মুক্তি পায়। কোন মাধ্যমে দর্শকেরা বেশি দেখছেন, একনজরে দেখে নিতে পারেন ট্রেন্ডিংয়ে থাকা গানগুলো।
১ / ৫
দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘স্ত্রী–২’ সিনেমার গান ‘আজ কি রাত’ এখনো শুনছেন দর্শক। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
ট্রেন্ডিংয়ে ২ নম্বরে রয়েছে শাকিব খানের ‘দরদ’ সিনেমার গান। গানটির হিন্দি সংস্করণে শিরোনাম ‘জিসমে তেরে।’ গানটি পপ চার্টবুস্টারস চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। তবে শাকিবের বাংলায় মুক্তি পাওয়া এই গান ট্রেন্ডিংয়ে ১০ নম্বরে রয়েছে।
শাকিব খান সৌনাল চোহান
৩ / ৫
ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে রয়েছে ‘আমায় ছাইড়া যাওয়া না’ শিরোনামের গান। এটি বাংলা মিউজিক জিরো জিরো সেভেন থেকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে।
ছবি: ফেসবুক
৪ / ৫
‘বিবি–৩’ সিনেমার ‘আমি যে তোমার’ গানটি প্রশংসিত হয়েছে। টি–সিরিজ থেকে প্রকাশিত এই গান দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৪ নম্বরে রয়েছে।
ছবি: ফেসবুক
৫ / ৫
‘তুমি আমার আপন হইলা না’ গানটি পাঁচ দিন আগে মুক্তি পেয়েছে। গানের মধ্যে শীর্ষ–৫–এ রয়েছে গানটি। গানটি গেয়েছেন ঝিনুক।
ছবি: ফেসবুক
আরও পড়ুন