লা সেরাফিমের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

লা সেরাফিমের সদস্যেরাসোর্স মিউজিক

ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে আলোচিত কে পপ গার্ল গ্রুপ লা সেরাফিম। এশিয়া, উত্তর আমেরিকায় ‘ইজি ক্রেজি হট’ শীর্ষক ট্যুরের ঘোষণা দেন সাকুরা, ইউনজিনরা।
এর মধ্যে এশিয়ায় কনসার্টের দিনক্ষণও ঘোষণা করেছে ব্যান্ডটি। এপ্রিলের শেষভাগে দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে ট্যুরটি শুরু হবে। দুই দিন গাইবে ব্যান্ডটি।

এরপর মে মাসে জাপানে উড়াল দেবেন, ওসাকাসহ দেশটির একাধিক শহরে গাইবেন তাঁরা। মে থেকে আগস্টে এশিয়ার মোট নয় শহরে গাইবেন লা সেরাফিম। এর মধ্যে তাইপে, হংকং, ম্যানিলা, ব্যাংকক ও সিঙ্গাপুর রয়েছে।

সেপ্টেম্বরে উত্তর আমেরিকায় গাইবে লা সেরাফিম। ট্যুরটির নামকরণ করা হয়েছে ব্যান্ডের তিন অ্যালবাম ‘ইজি’, ‘ক্রেজি’ ও ‘হট’ অ্যালবাম থেকে। প্রথম দুটি মিনি অ্যালবাম ২০২৪ সালে মুক্তি পেয়েছে। ‘হট’ অ্যালবামটি আগামী বছরের মার্চে প্রকাশিত হবে।

আরও পড়ুন

২০২২ সালে যাত্রা করেছে লা সেরাফিম। তিন বছরের পথচলায় শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে পাঁচ সদস্যের ব্যান্ডটি। ব্যান্ডের প্রথম একক গান ‘ফেয়ারলেস’।