আবার ‘ইমরান শো’
গত ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী চন্দন সিনহা ও গীতিকার কবির বকুল জুটির গান নিয়ে বিশেষ মিউজিক্যাল ম্যাগাজিন ‘ইমরান শো’।
অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনা করেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া ১০টি গান পরিবেশন করেন এ প্রজন্মের ১০ শিল্পী। সে সময় অনুষ্ঠানটি বেশ প্রশংসিত হয়।
আবার হতে যাচ্ছে ‘ইমরান শো’। তবে এবার একটু ভিন্নভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবার চন্দন সিনহা নিজেই তাঁর গাওয়া পাঁচটি গান নতুনভাবে পরিবেশন করবেন। একটি গানে চন্দনের সঙ্গে থাকছেন দিলশাদ নাহার কনা। এবারও সব কটি গানের গীতিকার কবির বকুল। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠানটির ধারণ শেষ হয়েছে।
আবারও উপস্থাপনা নিয়ে ইমরান বলেন, ‘গত ঈদে এ অনুষ্ঠান করে বেশ ভালো লেগেছে। প্রথম উপস্থাপনা করে প্রশংসাও পেয়েছি। তা ছাড়া বকুল ভাই, চন্দন ভাই—দুজনই আমার অনেক দিনের পরিচিত। তাঁদের নিয়েই অনুষ্ঠান। এ জন্যই করা। তাই এবারও করলাম। ভবিষ্যতে বিশেষ দিনে এ অনুষ্ঠান চলমান থাকলে আরও করা হতে পারে।’
সংগীতশিল্পী চন্দন সিনহা বলেন, ‘গতবার আমার গাওয়া গান এ প্রজন্মের মেধাবী শিল্পীরা গেয়েছিলেন। তাঁরা অনেক ভালো গেয়েছিলেন। তবে অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী জানতে চেয়েছেন, আমি নিজে কেন গাইলাম না? তাই শুভাকাঙ্ক্ষীদের ইচ্ছা পূরণ করলাম এবার। যদিও পর্দার চেয়ে নেপথ্যে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি।’
অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চতুর্থ দিন রাত ১০টা ৩০মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এটি।