২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলা, হিন্দি না ইংরেজি? এখন কোন গান শুনছেন দর্শক

বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে আছে কোন গানগুলো? বাংলা, ইংরেজি নাকি হিন্দি গানে মজেছেন দর্শকেরা?

১ / ১০
তালিকার দশে রয়েছে লালন ব্যান্ডের নতুন গান ‘একটা বদ হাওয়া’। সম্প্রতি বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছে তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের সৌজন্যে
২ / ১০
বাংলাদেশ থেকে মিউজিক বিভাগের তালিকার নয়ে রয়েছে রাসেল বাবুর ‘খাঁটি গরুর দুধ’। ভিডিও থেকে
৩ / ১০
দিওয়ালি উৎসবে মুক্তি পাবে আনিস বাজমির ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। এ ছবির গান ‘জানা সামঝো না’ আছে আটে। গানটি গেয়েছেন আদিত্য রিখারি ও তুলসী কুমার। ভিডিও থেকে
৪ / ১০
কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি কিম। সম্প্রতি তিনি আলোচনায় নতুন সিঙ্গেল ‘মন্ত্র’ দিয়ে। গানটি আছে তালিকার সাতে। ভিডিও থেকে
৫ / ১০
১৪ অক্টোবর ইউটিউবে ‘ছ্যায়লা’ শিরোনামে গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। গায়কির পাশাপাশি গানের ভিডিও চিত্রে দুজনের পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে। গানটি আছে ট্রেন্ডিংয়ের ছয়ে। ভিডিও থেকে
৬ / ১০
অল্প বাজেটে নির্মিত ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমাটি ভালোই ব্যবসা করেছে। ছবির গান ‘মেরে মেহেবুব’ আছে পাঁচে। গানটিতে দেখা গেছে তৃপ্তি দিমরি ও রাজকুমার রাওকে। এটি গেয়েছেন শিল্পা রাও ও সাচেত ট্যান্ডন। ভিডিও থেকে
৭ / ১০
‘ভুল ভুলাইয়া ৩’ ছবিটির টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকেই আলোচনায়। পিটবুল, দিলজিৎ দোসাঞ্জ ও নীরাজ শিরোধকরের গানটি আছে তালিকার চারে। ভিডিও থেকে
৮ / ১০
তালিকার তিনে রয়েছে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমার আরেকটি গান ‘সাজনা ভে সাজনা’। আইটেম গানটিতে দেখা গেছে শেহনাজ গিলকে। এটি গেয়েছেন সুনিধি চৌহান ও দিব্য কুমার। ভিডিও থেকে
আরও পড়ুন
৯ / ১০
ব্ল্যাকপিংকের আরেক সদস্য রোজের ‘এপিটি’ গানটি রয়েছে ট্রেন্ডিংয়ের দুইয়ে। রোজের সঙ্গে গানটি গেয়েছেন ব্রুনো মার্স। ভিডিও থেকে
১০ / ১০
বাংলাদেশ থেকে মিউজিক বিভাগে তালিকার শীর্ষে রয়েছে ‘প্রিয়া প্রিয়া আমায় ধোঁকা দিয়াছে’ গানটি। কণ্ঠ দিয়েছেন সুলতানা মিম ও গগন সাকিব। মুক্তির পর পাঁচ দিনে গানটির ভিউ প্রায় ১৫ লাখ। ভিডিও থেকে