স্ত্রী ক্যানসারমুক্ত, জোহাদের আবেগঘন পোস্ট

ফেসবুকে এ ছবিটি পোস্ট করেছেন জোহাদ রেজা চৌধুরী

স্ত্রী মাহরীনের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে ব্যান্ড তারকা জোহাদ রেজা চৌধুরী জানান, তাঁর স্ত্রী ক্যানসারমুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন নেমেসিসের ভোকালিস্ট জোহাদ।
ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন মাহরীন। চিকিৎসকদের বরাতে মাহরীনের ক্যানসার থেকে সেরে ওঠার খবর দেন জোহাদ।
জোহাদ লিখেছেন, ‘খারাপ খবরটি আমি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। মাহরীন এখন ক্যানসারমুক্ত (রিপোর্ট ও চিকিৎসকের তথ্য অনুযায়ী)। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি!’

আরও পড়ুন

জোহাদ আরও লিখেছেন, ‘কঠিন এই সময়ে যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের প্রতি ভালোবাসা এবং চিরকৃতজ্ঞতা। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের।’

পুরনো ছবিতে স্ত্রীর সঙ্গে জোহাদ
ফেসবুক থেকে
আরও পড়ুন

জীবনসঙ্গী মাহরীনের উদ্দেশে জোহাদ লেখেন, ‘এখনো কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী, কঠিন অধ্যায়টি পার করে এসেছি। মাহু (মাহরীন), তুমি আমাদের অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ তুমি!’