স্বামী বয়সে ছোট হওয়ায় তাঁকে সমালোচনা সহ্য করে যেতে হচ্ছে

অভাবের সংসার, ভাইবোন মিলে থাকা–খাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তায় দিন কাটত। এই সংগ্রামের মধ্যেই জন্ম নেন গায়িকা নেহা কক্কর। তিনি এখন সংগীত অঙ্গনের পরিচিত এক নাম। আজ এই গায়িকার জন্মদিন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নেহা সম্পর্কে জানা-অজানা তথ্য।
১ / ৬
১৯৮৮ সালের ৬ জুন জন্ম হয় নেহার। তাঁর জন্ম ছিল অনেকটা ‘অনাকাঙ্ক্ষিত’, অভাবের সংসারে মা চাননি ঘরে নতুন অতিথি আসুক। সেই নেহাই এখন পরিবারের মুখ উজ্জ্বল করছেন। ভারত তো বটেই, পুরো উপমহাদেশজুড়েই তাঁর ব্যাপক জনপ্রিয়তা
ফেসবুক থেকে
২ / ৬
এই গায়িকার বাবা সমুচা বিক্রি করতেন, নেহার স্কুলের বাইরে। সেই সময় থেকে স্কুলের অনুষ্ঠানেও গান করতেন তিনি।
ফেসবুক থেকে
৩ / ৬
মাত্র চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু। প্রথম পারিশ্রমিক নিয়েছিলেন ৫০০ রুপি। তখন কোথাও গানের ডাক পড়লে এই অর্থ পেতেন।
ফেসবুক থেকে
৪ / ৬
নিয়মিত ফেসবুকে সেলফি তুলে পোস্ট করেন নেহা। এ জন্য তাঁকে ‘সেলফি কুইন’ও বলা হয়। কনসার্টেও তিনি ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। এ ছাড়া পারিশ্রমিক বেশি নেন বলে তাঁকে বলা হয় ভারতের শাকিরা
ফেসবুক থেকে
৫ / ৬
ব্যক্তিগত জীবনে তিনি প্রায়ই মানসিক চাপে থাকেন। একবার তিনি চেয়েছিলেন আত্মহত্যা করতে। ভাগ্যিস সেই সিদ্ধান্ত থেকে নিজেকে ফিরিয়েছেন
ইনস্টাগ্রাম
৬ / ৬
২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন নেহা কক্বর ও রোহানপ্রীত সিং। ৩২ বছর বয়সী নেহার সঙ্গে ২৫ বছর বয়সী রোহানের প্রথম দেখা ও পরে প্রেম থেকেই বিয়ে হয়। স্বামী বয়সে ছোট হওয়ায় তাঁকে সমালোচনা সহ্য করে যেতে হচ্ছে। এখন এসব আর গায়ে মাখেন না। নিজের মতো করে পথ চলতে চান তিনি
ফেসবুক থেকে