মনে হয় ঈদের আনন্দ ফেসবুকেই, বললেন প্রমিথিউসের বিপ্লব
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গতকাল তাঁরা ঈদ উদ্যাপন করেছেন। কেমন কাটল এবারের ঈদ, জানতে চাইলে আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে বললেন, ঈদের আনন্দ তো এখন ফেসবুকে। সবাই ফেসবুকে ঈদে ছবি পোস্ট করেন, একে অপরকে ঈদ মোবারকও জানান। তাই মনে হয়, ঈদের আনন্দ ফেসবুকেই।
বছর পাঁচেক ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে থাকেন বিপ্লব। সেখানে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। দেশের বাইরে এতটা সময় ধরে থাকলেও ফেসবুকের কারণে সবার কাছে আছেন বলে মনে হয়। বিপ্লব বললেন, ‘প্রবাসজীবনে সবাই সবার মতো করে ব্যস্ত। একাকিত্বের একটা ব্যাপারও থাকে। তারপরও ইন্টারনেটের অগ্রগতির কারণে আমরা যাঁরা ফেসবুকের সঙ্গে যুক্ত আছি, দূরে থেকেও মনে হয় কাছে আছি। বন্ধুবান্ধবসহ সবার সঙ্গে কথা হচ্ছে। ভিডিও কলে দেখাও হচ্ছে। তবে এটা ঠিক, সরাসরি দেখা-সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা তো একেবারেই আলাদা।’
নিউইয়র্কেও বাংলাদেশের মতো ঈদের আমেজ আছে বলে মনে করছেন বিপ্লব। তিনি বললেন, ‘আমাকে তো কাজের কারণে বেশির ভাগ সময় ঘরের বাইরে থাকতে হয়। সাধারণত বাংলাদেশে ইফতারের আগমুহূর্তে সবার কেমন যেন বাড়ি ফেরার একটা তাড়া থাকে। রাস্তায় জ্যাম তৈরি হয়। গাড়ির বাড়তি চাপ থাকে। ইফতারের পর আবার সব ফাঁকা হয়ে যায়। এখানে জ্যাম ঢাকার মতো না হলেও রাস্তায় গাড়ির চাপ থাকে। বাড়িফেরা মানুষের তাড়া থাকে। আবার ইফতারের পর রাস্তাঘাট কিছু সময়ের জন্য ফাঁকা হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।’
ঈদের সময়টায় দেশে থাকলে বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিতেন। দেশের বাইরে থাকায় এসব অনুষ্ঠান বেশি মিস করা হয়। নিউইয়র্কে থাকা হলেও শ্রোতাদের কথা ভেবে বিপ্লব গান প্রকাশ করে চলছেন। এবার ঈদে তিনি প্রকাশ করেছেন ‘দুঃখ টিকিট কিনব না’ শিরোনামের একটি গান। এই গানের কথা লিখেছেন আব্দুন নূর তুষার। সুর ও সংগীত পরিচালক বিপ্লব। গানের ভিডিও চিত্র বানিয়েছেন আনিসুর রহমান।