সিডনিতে সুরমূর্ছনায় মুগ্ধ সন্ধ্যা

সুরের মূর্ছনায় গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে দর্শকদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী নিজাম উদ্দিন। শনিবার সিডনির হার্স্টভিল সিভিক সেন্টারে সন্ধ্যায় বসে গানের আসর ‘ডায়েরির পাতা থেকে’। ছবি: কাউসার খান

অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও সুরের মূর্ছনায় মাতালেন বাংলাদেশি শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল। শনিবার সিডনির হার্স্টভিল সিভিক সেন্টারে সন্ধ্যায় বসে তাঁর ‘ডায়েরির পাতা থেকে’ গানের আসর। পুরোনো দিনের বৈঠকি ধাঁচের এ আয়োজনে এবারও মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে গজলের পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।
আসরে শিল্পীকে বাদ্যযন্ত্রে সংগত করেন সিডনির পরিচিত বাংলাদেশি শিল্পী মিহির পারভেজ, সুবীর গুহ, নীলাদ্রি চক্রবর্তী ও সোহেল খান। সিডনি মিউজিক ক্লাবের আয়োজনে আসরের প্রশংসা করেন দর্শক–শ্রোতারা।

সুরের মূর্ছনায় মাতালেন বাংলাদেশি শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল
প্রথম আলো

অনুষ্ঠানটির আয়োজকদের অন্যতম শিখা গোমেজ বলেন, ‘গত বছর এই বৈঠকি ঘরনার আয়োজনটি অনেক প্রশংসা পেয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের অংশ দেখেও অনেকে অনুরোধ করেছিলেন আবারও আয়োজনের। আমরা আনন্দিত সিডনির প্রবাসী বাংলাদেশিদের ভিন্ন গানের এ আয়োজন উপহার দিতে পেরে। আশা করছি আগামীতেও আর বড় পরিসরে এই আয়োজন করার।’

সিডনির বাংলাদেশি গিটারিস্ট তপন ডি’কস্তা বলেন, ‘বৈঠকি আয়োজনে গান এটা অন্য রকম একটা উপভোগ্য ব্যাপার, এটা শুধু সরাসরি গান শোনার ব্যাপার নয়, এমন অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে একটা নিবিড় সম্পর্কও হয়। আর গান শুনতে শুনতে প্রবাসের সব ক্লান্তি ভুলে পুরোনো দিনের স্মৃতি মনে এসেছে। অনেক উপভোগ করলাম।’

অনুষ্ঠান উপভোগ শেষে আরেক সিডনিপ্রবাসী বাংলাদেশি লেখিকা কাজী সুলতানা শিমি বলেন, ‘আমন্ত্রণ পেয়েই অনেক খুশি হয়েছিলাম। কারণ, গত বছরই এ অনুষ্ঠানের অনেক আনন্দ পেয়েছিলাম। আসলে গান যে মানুষের হৃদয়কে সতেজ করে তুলতে পারে, তা এ ধরনের গানের আয়োজনে আসলে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়।’