মাইলসের হামিন বললেন, আর যেন একটা গুলিও না চলে

হামিন আহমেদ। ছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছিলেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। আজ শনিবার বেলা তিনটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচিতে একত্র হয়েছিলেন তাঁরা। কর্মসূচিতে সাংবাদিকের সঙ্গে কথা বলেন মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে শিল্পীরা আছেন জানিয়ে হামিন আহমেদ বলেন, ‘আর যেন একটা গুলিও না চলে, একটা জীবনও যেন না যায়। যাদের ধরপাকড় করা হয়েছে, তাদের যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়।’

সহিংসতায় নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে হামিন আরও বলেন, ‘যে জীবনগুলো গেছে, তা নিয়ে সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবে।

আরও পড়ুন

এই তদন্ত হবে নির্দলীয় কোনো কমিটি দ্বারা, যাতে সুষ্ঠু বিচার হয়। আমাদের কথা বলার অধিকার, বাক্‌স্বাধীনতা আমরা ফেরত চাই।’

এ সময় গণতান্ত্রিক বাংলাদেশের আশা প্রকাশ করেন হামিন। তিনি বলেন, ‘আমরা আশা করব, বাংলাদেশের মানুষ কী চায়, সে অনুযায়ী তারা (সরকার) ব্যবস্থা নেবে।’