মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘গিটার ক্লিনিক উইথ অনি হাসান’, থাকবেন মিজান ও এরশাদ
প্রায় ১০ বছর পর ঢাকার মঞ্চে পাওয়া গেছে গিটারিস্ট অনি হাসানকে। গত শুক্রবার রাতে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে উন্মাদনা ছড়িয়েছেন তিনি।
এর মধ্যে অনি হাসানকে নিয়ে ‘গিটার ক্লিনিক উইথ অনি হাসান’-এর আয়োজন করছে মাভিক্স গ্লোবাল। আগামী বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের গিটার শেখাবেন অনি হাসান; পাশাপাশি গানও থাকবে।
আয়োজকেরা প্রথম আলোকে জানান, ঘণ্টা দুয়েক গিটার শেখাবেন অনি হাসান। এরপর লাইভ গিটার জ্যামিং হবে; এতে অনি হাসান, আর্টসেলের লিড গিটারিস্ট এরশাদ জামানসহ দেশের শীর্ষ গিটারিস্টরা অংশ নেবেন। আইয়ুব বাচ্চুসহ কয়েকজনকে ‘ট্রিবিউট’ দেওয়া হবে।
শেষভাগে আনপ্লাগড অ্যাকুইস্টিক সেশনে পারফর্ম করবেন ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট মিজান রহমান ও অনি হাসান। গেট সেট রকে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে।
মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন অনি, ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডে বাজিয়েছেন। ভাইব ব্যান্ডে ভাঙনের পর ওয়ারফেজে যোগ দেন।
২০১১ সালে উচ্চশিক্ষার জন্য দেশে ছাড়েন অনি। বর্তমানে চীনে বাস করছেন, সেখানেই বিয়ে করে থিতু হয়েছেন। শো শেষে চীনে ফিরে যাবেন তিনি।