ফিরে ফিরে আসে ‘টেকা পাখি’

মাশা ইসলামছবি: শিল্পীর সৌজন্যে

‘টেকা পাখি’ গানটি অনেক মানুষের মাঝে ছড়িয়েছে। যাঁরা আগে আমাকে চিনতেন না, তাঁরাও আমার গানের সঙ্গে পরিচিত হচ্ছেন। ’—২০২২ সালের শেষ ভাগে মুক্তিপ্রাপ্ত চরকির ওয়েব সিনেমা দুই দিনের দুনিয়ার আলোচিত গান ‘টেকা পাখি’ নিয়ে বলছিলেন তরুণ গায়িকা মাশা ইসলাম।
গানটি এখন মানুষের মুখে মুখে, এই গানই মাশার ক্যারিয়ারে বাঁকবদল করেছে। গানটি দিয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছিলেন আগেই, এবার পেলেন স্বীকৃতি। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২–এ সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন ‘টেকা পাখি’ গায়িকা মাশা।
২১ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জমকালো আয়োজনে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি (পুরস্কার) আমার কাছে অনেক আনন্দের। তবে আমি সব সময় স্বীকৃতিতে বিশ্বাস করি, এটি সৃষ্টিকর্তার অনুগ্রহ; মানুষের ভালোবাসা ও সমর্থন থেকে আসে। সেই সব স্বীকৃতির ফল এই পুরস্কার।’

২০১৬ সালে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বের বিভিন্ন ভাষার গান কাভার করে প্রকাশ করছেন মাশা। মাঝে কয়েকটি সিনেমায় গান করে টুকটাক পরিচিতিও মেলে তাঁর। সব ছাপিয়ে ‘টেকা পাখি’ শ্রোতাদের কাছে নিয়েছে মাশাকে।
মাশা ইসলাম
ছবি: ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস

২০১৬ সালে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বের বিভিন্ন ভাষার গান কাভার করে প্রকাশ করছেন মাশা। মাঝে কয়েকটি সিনেমায় গান করে টুকটাক পরিচিতিও মেলে তাঁর। সব ছাপিয়ে ‘টেকা পাখি’ শ্রোতাদের কাছে নিয়েছে মাশাকে, ‘“টেকা পাখি” গানটা জনপ্রিয়তা পাওয়ার আগে আমি অল্প শ্রোতাদের মাঝে ছিলাম, যাঁরা শুরু থেকেই আমার সঙ্গে ছিলেন।’
গত বছর ২ অক্টোবর মাশা ইসলামের ইউটিউব চ্যানেলে গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়েও ছিল। মাশা ও চরকির ইউটিউব চ্যানেল মিলিয়ে এ পর্যন্ত ৯০ লাখের বেশিবার ‘ভিউ’ হয়েছে গানটি। দুই দিনের দুনিয়া নির্মাতা অনম বিশ্বাসের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

মাশা ইসলাম
ছবি: শিল্পীর সৌজন্যে

মাশার প্রশংসায় মৌসুমী ভৌমিক
মাশার ‘পরজীবী শহরের গান’ ফেসবুকে শেয়ার করে তাঁর প্রশংসা করেছেন কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। মাশাকে নিয়ে মৌসুমী ভৌমিক লিখেছেন, ‘অনেকের মতন এই মেয়েটাকে আমার ভারি পছন্দ। এমন দক্ষতার সঙ্গে গায় আর এত অনায়াস আর একই সঙ্গে এতই যে মধুর ওর কণ্ঠ। ওর কথা বলা, চালচলনও তেমনি, আমার খুব ভালো লাগে। গানটা আমি প্রায়ই শুনি। আমার গানের কথার ছায়া আছে এতে। তবে একই কথাই তো বলি আমরা সবাই ঘুরেফিরে।’
মৌসুমী ভৌমিকের মতো শিল্পীর ভালোবাসা পেয়ে আপ্লুত মাশা বললেন, ‘তিনি আমাকে ও আমার গান ভালোবাসেন, এটা আমার জন্য অনেক সম্মানের। তাঁর গান শুনে আমি বেড়ে উঠছি। শ্রোতারা যদি আমার মাঝে তাঁর ছায়া খুঁজে পান, তাহলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের মাঝে মাঝে কথা হয়, আরেকটা গোপন কথা বলি, আমরা এখন বন্ধু! তাঁর সঙ্গে আড্ডা দেওয়াটা সব সময় আনন্দের। ’

মাশা ইসলাম
ছবি: শিল্পীর সৌজন্যে

গান ও কনসার্ট
স্বল্পদৈর্ঘ্যের ক্যারিয়ারে মাশার ‘টেকা পাখি’, ‘পরজীবী শহরের গান’সহ বেশ কয়েকটি গান আলোচিত হয়েছে। সামনে কাভার গানের তুলনায় মৌলিক গানেই জোর দেবেন? —এমন প্রশ্নের উত্তরে মাশা বলেন, ‘আমি যেটা উপভোগ করি, সেটাই করি। এটা (কাভার সং) নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি হৃদয় থেকে গান করি বলেই হয়তো মানুষ আমাকে ভালোবাসেন। যেই গান আমাকে অনুপ্রাণিত করবে, আনন্দ দেবে, সেগুলো কভার করা চালিয়ে যাব। পাশাপাশি মৌলিক গানও করব।’
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অন্তর্জাল সিনেমায় ‘ওয়েলকাম টু অন্তর্জাল’ গানে কণ্ঠ দেন মাশা। পাশাপাশি কনসার্টেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাঁকে। তিনি বলেন, ‘আমি পারফর্ম করতে ভালোবাসি। গানের মঞ্চ, মানুষের গাদাগাদি ভালোবাসি। হাজারো দর্শকের সামনে গান করাটা আমাকে রোমাঞ্চকর অনুভূতি দেয়। কোনো কিছুর সঙ্গেই এর তুলনা চলে না।’ এই সপ্তাহে ‘দ্য নাইট অব প্রীতম হাসান’–এও গাইতে দেখা গেছে মাশাকে।

মাশা ইসলাম
ছবি: শিল্পীর সৌজন্যে

অভিনয়?
বেশ কয়েকটি গানে ক্যামেরার সামনে পাওয়া গেছে মাশাকে। তাঁকে অভিনয়ে পাওয়া যাবে? —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সিনেমা ভালোবাসি। আমি বরাবরই সিনেমা নিয়ে আগ্রহী। সত্যি বলতে, আমি অভিনয় পছন্দ করি। তবে আমার সেই প্রতিভা আছে কি না, তা জানি না। আমি ভালো কোনো সুযোগ পেলে অবশ্যই অভিনয় করব।’
মাশা পড়াশোনা করেছেন ফাইন্যান্সে। গানকে পেশা হিসেবে নেবেন কি না—তা নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার পেশার মধ্যে একটি সংগীতশিল্পী। এবার ইউটিউবিংয়ে আরেকটু মন দিতে চাই। নিজের মতো করে কনটেন্ট বানাতে চাই। পাশাপাশি সামাজিক কাজেও থাকছি। সামনে ডেভেলপমেন্ট সেক্টরে আমার কাজ করার পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন