বীর-জারার ২০ বছর: এবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখের সুপারহিট ছবিটি
আলোচিত বেশ কিছু হিন্দি ছবি আবার মুক্তির হিড়িক লেগেছে বলিউডে। গত কয়েক মাসে একের পর এক হিন্দি ছবি নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এসব ছবি নতুন সব ছবিকে বক্স অফিসের দৌড়ে টেক্কা দিচ্ছে। এ তালিকায় গেল সেপ্টেম্বরে শামিল হয়েছে শাহরুখ খানের ‘বীর-জারা’র নাম। ১২ নভেম্বর মুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে সুপারহিট ছবি ‘বীর-জারা’। জানা গেছে, ‘বীর-জারা’র দুই দশক পূর্তি উদ্যাপনের লক্ষ্যে বিশ্বজুড়ে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে যশ রাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির লক্ষ্য উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সাউথ আফ্রিকা।
‘বীর-জারা’ সিনেমার মাধ্যমে উঠে এসেছিল ভারত-পাকিস্তানের মধ্যকার প্রেম ও বৈরিতার অনবদ্য এক গল্প। সেই গল্পে নতুন করে ফিরে যেতে পারবেন দর্শকেরা। মুক্তির সময় সিনেমার দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ফেলে দেওয়া ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ নামের বিখ্যাত গানটিও এবারের প্রিন্টে যুক্ত করা হচ্ছে, যা এবারের দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকেরা।
শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত বলিউডের এই অমর প্রেমকাহিনি মুক্তি পায় ২০০৪ সালের ১২ নভেম্বর। দিনটিকে লক্ষ্য করে ৭ নভেম্বর বিশ্বজুড়ে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ।
‘নতুন করে পুরোনো মুক্তি পাওয়া ছবির এই ট্রেন্ডে ভালোই সাড়া দিচ্ছেন গ্লোবাল দর্শকেরা। তার সঙ্গে এবার এই ছবির মাধ্যমে যুক্ত হচ্ছে নতুন কিছু। ছবিটিতে যুক্ত হচ্ছে সেই বিখ্যাত গানটি, যা বড় পর্দায় এর আগে কোনো দর্শক দেখার সুযোগ পাননি। বিষয়টি দর্শকদের জন্য রোমাঞ্চকর হবে বলে মনে করছি আমরা।’
এই নভেম্বর শুধু ‘বীর-জারা’ই নয়, আরও অনেক কারণে বিশেষ হয়ে আসছে শাহরুখ খানের কাছে। ২ নভেম্বর ৫৯তম জন্মদিনে পা রাখবেন বলিউড বাদশাহ। ২২ নভেম্বর ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের আরেক ঐতিহাসিক সিনেমা ‘করণ অর্জুন’।
যশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’র গল্পে দেখা যায়, এক পাকিস্তানি নারী ভারতে বেড়াতে এলে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা তার প্রেমে পড়ে যায়। প্রেমের টানে প্রেমিক ছুটে যায় পাকিস্তান। সেখানে গ্রেপ্তার হয়ে ২২ বছর জেল খাটে দেশটিতে। ২২ বছর পর তাদের আবার দেখা হয়। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী, রানী মুখার্জি, কিরণ খের, মনোজ বাজপেয়ী প্রমুখ। এ ছবিতে সামিয়া সিদ্দিকী চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। কিন্তু তিনি রাজি হননি। তারপরই রানী মুখার্জিকে নেওয়া হয়। পরিচালক প্রথম ঠিক করেছিলেন, ‘সিলসিলা’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে কাঁহা আ গায়ে হাম’ অনুসরণে ছবির নাম রাখবেন। পরে যশ চোপড়া নিজে নামটি বদলে রাখেন ‘বীর-জারা’।