ইউটিউব ট্রেন্ডিংয়ে গানের সবই বাংলা

‘কথা একটাই’ ও ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানের দৃশ্য। কোলাজ

কয়েক মাস ধরে বেশির ভাগ সময়ই ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল হিন্দি বা ইংরেজি গান। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে দীর্ঘদিন। সেখান থেকে ধীরে ধীরে বাংলা গান ফিরে আসছে ট্রেন্ডিংয়ে। কোন কোন গান আছে শীর্ষ পাঁচে? জেনে নেওয়া যাক বিস্তারিত।

‘মনে মনে করলিরে ভাব’ গানের পোস্টার। ফেসবুক থেকে

আজ বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ পাঁচ গানের সবই বাংলা গান। ৫ নম্বরে আছে জাহিদ ও শাহিন সুলতানা মিমের ‘মনে মনে করলিরে ভাব’ গানটি। জাহিদের কথা ও সুরে গান প্রকাশিত হয়েছে মিমের ইউটিউব চ্যানেলে।
৪ নম্বরে রয়েছে রাসেল বাবু ও আফরোজ জাহানের ‘খাঁটি গরুর দুধ’। সিদ্দিকুর রহমানের কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে নিলয় গান সাগর নামের ইউটিউব চ্যানেল থেকে।

তালিকার ৩ নম্বরে রয়েছে সৈয়দ অমি চ্যানেলে মুক্তি পাওয়া গান ‘দুই চাক্কার সাইকেল’।

‘দুই চাক্কার সাইকেল’ গানের পোস্টার। শিল্পীর ফেসবুক থেকে

সালাউদ্দিন সাগরের লেখ গানটি সুর করেছেন সৈয়দ অমি। এতে অমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানের ভিডিও চিত্রে অমির সঙ্গে মডেল হয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি।

তালিকার ২ নম্বরে রয়েছে এই সময়ের অন্যতম আলোচিত গান ‘কথা একটাই’। ১০ ডিসেম্বর পড়শীর চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের ভিডিও চিত্রেও দেখা গেছে ইমরান ও পড়শীকে।

‘কথা একটাই’ গানে পড়শী ও ইমরান। শিল্পীর ফেসবুক থেকে

গান ও গানটির ভিডিও চিত্র বেশ পছন্দ করেছেন শিল্পীদের ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে তাঁরা সে কথা জানিয়েছেন। ‘শেষের অংশটা হৃদয় ছুঁয়ে দিল। তা ছাড়াও সম্পূর্ণ ভিডিও অনেক সিনেম্যাটিক ছিল। আর বাকি রইল গানের কথা। আসলে অডিওর কথা বলতে গেলে আমি বলব ইমারান–পড়শীর জুটি নিয়ে যা বলব, তা–ই কম হবে। গানের কথাও ভালো ছিল। এককথায় অসাধারণ একটি কাজ।’ লিখেছেন এক ভক্ত। প্রকাশের পর গত ৮ দিনে গানটির ভিউ ৩১ লাখ ছাড়িয়েছে।

ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ ৫–এ শাহিন সুলতানা মিমের দুটি গান রয়েছে। পঞ্চম স্থানের পাশাপাশি শীর্ষস্থানটিও তাঁর দখলে।

‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানের দৃশ্য। ভিডিও থেকে

শীর্ষে থাকা ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটিতে মিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রেদওয়ান তামিম হৃদয়। গানটি লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন হৃদয়। গানটিতে মূলত প্রেম, বিচ্ছেদ ও না পাওয়ার বেদনা তুলে এনেছেন শিল্পীরা।

আরও পড়ুন

মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘অন্য রকম মিউজিক আর গানের সুর অসাধারণ হয়েছে...তার সঙ্গে নিলয় ভাই আর ইভা অনেক ভালো মডেল করেছেন।’ বাংলা মিউজিক ০০৭ চ্যানেল থেকে মুক্তি পেয়েছে গানটি।