গুগলে খোঁজের তালিকার শীর্ষে বিটিএস

বিটিএসের সদস্যরা

বছরজুড়েই আলোচনায় ছিল দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। ব্যান্ডটির জনপ্রিয়তা যে এখন আকাশচুম্বী, তা প্রকাশ পেয়েছে চলতি বছর গুগলে সর্বোচ্চ খোঁজ করা এশিয়ানদের তালিকায়। এই তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন বিটিএস সদস্য ভি ও জাংকুক।
কিছুদিন আগেই কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়ে আলোচিত হয়েছেন বিটিএসের কনিষ্ঠ সদস্য জাংকুক। তার কল্যাণে প্রথম ফিফার অফিশিয়াল গান হিসেবে ‘ড্রিমারস’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে ১ নম্বরে উঠে এসেছিল। এ ছাড়া বিশ্বজুড়ে বিটিএস–ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়।

বিটিএস তারকা জাংকুক
ছবি: সংগৃহীত

গুগলের প্রকাশ করেছিল সর্বোচ্চ খোঁজ করা ১০০ জন এশিয়ানের তালিকা। সাত সদস্যের বিটিএসের বাকি সদস্যরাও রয়েছেন এই তালিকায়। ব্যান্ডটির সদস্য জিমিন আছেন এই তালিকার ষষ্ঠ স্থানে। এ ছাড়া ১৪ ও ২০তম স্থান দখল করে নিয়েছেন সুগা ও জিন। ২৭তম স্থানে রয়েছেন আরএম ও ৩৬তম স্থান জে–হোপের দখলে।

বিটিএস
ইনস্টাগ্রাম

তালিকার প্রথম ছয়জনের মধ্যে তিনজন বিটিএস সদস্য হলেও বাকি তিনজন ভারতীয়। জাংকুকের পরের তিনটি স্থান দখল করেছেন ক্রিকেটার বিরাট কোহলি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

দক্ষিণ কোরিয়ার ১৮-৩৫ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। এরই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেই বিটিএসের প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন জিন। পরে ব্যান্ডের বাকি সদস্যরাও যোগ দেবেন সামরিক বাহিনীতে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন