গানে গানে বিপিএল
আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরকে জমজমাট করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব উদ্যোগের অন্যতম গান। কনসার্ট দিয়ে বিপিএল নিয়ে দেশজুড়ে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে বোর্ড। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কয়েকটি দল তৈরি করেছে নিজস্ব থিম সং।
‘খেলায় মাতো, সবাই মিলে,/ এলাকা কাঁপাও, ছক্কা–চারে,/ বাংলার হৃদয়, উৎসবে নাচে,/ বিজয় উল্লাস, ঘরে ঘরে,/ লাল–সবুজের পতাকা উড়ে,/ বাংলাদেশের আকাশজুড়ে,/ বিপিএলের ঝড়, দেশে এল দিন বদল,/ আবার এল বিপিএল’—বিপিএলের থিম সংয়ে আছে এমন সব কথা। এরই মধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং। গানের দুটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র্যাপার হান্নান হোসাইন। অফিশিয়াল গান প্রকাশের দিন তিনজনই মঞ্চে উপস্থিত ছিলেন।
‘নয়া দামান’ ও ‘ঝুমকা’ গান দিয়ে আলোচিত শিল্পী মুজা বিপিএলের সঙ্গে যুক্ত হয়ে বলেছেন, ‘আমি বিদেশে থাকাকালে এই গানের রেকর্ডিং শুরু করি। এরপর দেশে এসে ভিডিও শুট করি। সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এই গানে একটি লাইন আছে, “এসো দেশ বদলাই”, যেটা সবাইকে প্রেরণা দেবে।’
এবারের বিপিএলে প্রথমবারের মতো সরাসরি যুক্ত হয়েছেন ঢাকাই ছবির তারকা শাকিব খান। তিনি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম কর্ণধার। শাকিবের দল থেকে একটি গান তৈরি হয়েছে। এফিডিসিতে বড় আয়োজনে সেই গানের ভিডিও চিত্রে মিম, ইমন, সিয়াম যেমন আছেন, তেমনি আছেন দীঘি, মিথিলা, ইরফান সাজ্জাদ, নাবিলা ও সারিকা সাবাহর মতো তরুণ তারকারা। সবচেয়ে বড় চমক শাকিব খানের উপস্থিতি। ঢালিউড এই তারকাকে সচরাচর গানের মডেল হতে দেখা যায় না। গতকাল রোববার সকালে এফডিসিতে গানের ভিডিও চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। গানটি সুর করার পাশাপাশি গেয়েছেন প্রীতম হাসান। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের দাবি, গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকার বেশি।
বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স নতুন একটি গান তৈরি করলেও পুরোনো গানটিকে নিজেদের সৌভাগ্যের প্রতীক মনে করছে। গানটি গেয়েছে শূন্য ব্যান্ড। শুরু থেকেই গানটি নিয়ে প্রচারণায় আছে তারা। রংপুর রাইডার্সের ব্যবস্থাপক (অপারেশন ও লজিস্টিক) আহসানুর রহমান মল্লিক গতকাল বলেন, ‘প্রথম গানটিতে রংপুরের চিরায়ত ব্যাপারগুলো উঠে এসেছে। প্রথম আসর থেকেই এটি আমাদের দলের গান, যখন আমরা চ্যাম্পিয়ন হই, তখনো গানটি ছিল। ফলে এটা নিয়ে আমাদের আবেগও জড়িয়ে আছে।’
চিটাগং কিংস নতুন গান বানায়নি। তবে ২০১২ সালের গানটিকে নতুন সংগীতায়োজনে উপস্থাপন করছে এবার। গানটির শিল্পী আগে ছিলেন রাজু, এবারও গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে এবার র্যাপ যুক্ত করা হয়েছে। সংগীতায়োজন করেছেন ডি জে আকস।
রাজু বললেন, ‘দেশীয় ক্রিকেটের বড় একটি আসর। এই বিপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীরা আনন্দে মেতে থাকেন। খুবই খুশি, গানে গানে এই আয়োজনে আমিও আছি। প্রথম যখন বিপিএল শুরু হয়, তখনই আমরা গানটা তৈরি করি। এবারও যখন গানটি তৈরি হলো, তখনো আমি আছি। ভালো লাগার ব্যাপারটা সত্যি অন্য রকম।’ ‘জাগো চিটাগাং কিংস’ গানটির সুর করেছেন সজীব দাশ।
গান ছাড়াও দলটির আরেকটি চমক নিজেদের দলের জন্য আলাদা সঞ্চালক নিয়োগ। ভারতীয়-কানাডীয় অভিনেত্রী ও মডেল ইয়েশা সাগর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করতে এরই মধ্যে ঢাকায় পোঁছেছেন। মাঠ থেকে তিনি জানাচ্ছেন দলটির নানা খবর।
সিলেট স্ট্রাইকার্সের মিনহাজ উদ্দিন খান জানালেন, তাঁরা নতুন গান তৈরি করেননি। প্রচারণায় আগের তৈরি করা গানটিই বাজবে। এ গানও বানিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। ‘বুচ্ছো নি বা ভাই তোমারা বুচ্ছো নি বা খও/ আমরা ফাটাই মারি ছক্কা আর ধুমছে মারি বল’—এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান, তাশফী ও ফুয়াদ।