প্রেম করছেন তাঁরা
অভিনেত্রী হা জি সুর সঙ্গে প্রেম করছেন কে–পপ তারকা লি চ্যান হিয়োক। বয়সে লি চ্যান হিয়োকের চেয়ে এক বছরের বড় হা জি সু। খবর দ্য কোরিয়া টাইমসের
লির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। এজেন্সিটি জানিয়েছে, শিল্পীর ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কোনো কথা বলবে না।
তবে কোরীয় ইন্ডাস্ট্রিতে কান পাতলেই দুজনের প্রেমের খবর ভেসে বেড়াচ্ছে। ২০২৩ সালে লি চ্যান হিয়োকের ‘অ্যামব্রেলা’ অ্যালবামের মিউজিক ভিডিওতে কাজ করেছেন হা জি সু। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা।
২০১২ থেকে ২০১৩ সালে এসবিএসে ‘কে–পপ স্টার’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন লি। সঙ্গে তাঁর বোন লি সু হিয়োনও ছিলেন। পরে দুই ভাই–বোন মিলে ২০১৪ সালে একেএমইউ গঠন করেন।
‘২০০%’, ‘হাউ ক্যান আই লাভ দ্য হার্টব্রেক, ইউ আর দ্য ওয়ান আই লাভ’, ‘লাস্ট গুডবাই’, ‘লাভ লি’সহ বেশ কয়েকটি আলোচিত গান প্রকাশ করেছে একেএমইউ।
২০২২ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন লি। প্রথম অ্যালবাম ‘ইরর’ প্রকাশ করেছেন তিনি।
‘উইন্ডি’, ‘ডায়মন্ড’সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন হা জি সু।