ফেরদৌস ওয়াহিদ এবার উপস্থাপনায়

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে হাবিব ওয়াহিদ ও ফেরদৌস ওয়াহিদ।ছবি: প্রযোজকের সৌজন্যে

নতুন আরেকটি পরিচয়ে আসতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। উপস্থাপনা শুরু করেছেন তিনি। মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে এ অনুষ্ঠানের তিনটি পর্বের স্টুডিও অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এর একটি পর্বে ছেলে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন পপ গানের জনপ্রিয় শিল্পী। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হায়দার হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।
ছবি: প্রযোজকের সৌজন্যে

উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘তিনটা অনুষ্ঠানের রেকর্ডিং করেছি। অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। সংগীতশিল্পী হাবিবের সাক্ষাৎকার নিয়েছি। আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সে তার মতো করে উত্তর দিয়েছে। অতিথিদের প্রত্যেকে দেখলাম ভীষণ উপভোগ করেছে। তখনই বুঝতে পেরেছি, আমি কিছু না কিছু ভালো করতে পেরেছি (হাসি)।’

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে সংগীতশিল্পী আগুন ও তাঁর স্ত্রী এবং প্রযোজক পুনম প্রিয়ম ও ফেরদৌস ওয়াহিদ।
ছবি: প্রযোজকের সৌজন্যে

কথা প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘এই অনুষ্ঠানে শিল্পী তার শিল্পের জীবন নিয়ে কথা বলবে। শিল্পের পথে চলতে গিয়ে যা যা দেখেছে, যেসব অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে, ভালো–মন্দ, সুখ-দুঃখ এবং শিল্পীজীবন নিয়ে ভাবনাচিন্তা—সবই উঠে আসবে। এই অনুষ্ঠানে কোনো ব্যক্তিগত বিষয় আমাদের আলোচনার বিষয় হবে না। ফাঁকে ফাঁকে শিল্পীর কণ্ঠে গান শোনা হবে। ৩৫ মিনিটে যতটা তুলে আনা সম্ভব।’

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হাবিব ওয়াহিদ, পুন প্রিয়ম ও ফেরদৌস ওয়াহিদ।
ছবি: প্রযোজকের সৌজন্যে

উপস্থাপনার পাশাপাশি ‘চেনা মুখ দুঃখ সুখ’-এর পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ, প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম। অনুষ্ঠানটি ১৬ পর্বে তৈরি হবে। সব ঠিকঠাক থাকলে চ্যানেল আইয়ে ৩০ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি প্রচার শুরু হবে।