জেমস–হাবিবে মাতল সিডনি

লিভারপুলের হুইটলাম লেজার সেন্টার প্রাঙ্গণে গান করেন জেমসপ্রথম আলো

জমকালো আলোকসজ্জা, বিশাল আয়োজন। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের গানে গানে মাতিয়ে গেলেন জনপ্রিয় দুই সংগীত তারকা জেমস ও হাবিব। গত শনিবার সন্ধ্যায় সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে বসেছিল বাংলা গানের এ আসর। অনুষ্ঠানে আরও ছিলেন ডিজে রাহাত।
সাংস্কৃতিক সংগঠন ‘লিসেন ফর’ আয়োজিত অনুষ্ঠানটির সব টিকিটই আগাম বিক্রি হয়ে যায়। রৌদ্রোজ্জ্বল বিকেলে শীত শীত বাতাসের মধ্যে লিভারপুলের হুইটলাম লেজার সেন্টার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। সিডনির কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা সব ক্লান্তি ভুলে একের পর এক উপভোগ করেন জেমস ও হাবিবের জনপ্রিয় সব গান। কখনো গানের সঙ্গে গলা মিলিয়ে, কখনো গানের তালে নেচে নেচে অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত দর্শক–শ্রোতা।

মঞ্চে হাবিব
প্রথম আলো

জেমসের মনমাতানো গানে আবার ‘চাঙা’ হয়ে উঠেছেন বলে জানালেন সিডনির মিন্টোবাসী প্রবাসী বাংলাদেশি কামরুল হাসান রুবেল। তিনি বলেন, ‘অনেক বছর পর আবার মন ভরে আমাদের সেই পুরোনো জেমসের গান উপভোগ করলাম। জেমস মানে অন্য রকম ভালোবাসা, আমাদের নস্টালজিয়া। তাঁর গান পছন্দ করেন না এমন বাংলাদেশি নেই আমার মনে হয়।’

বিমানবন্দরে জেমসে স্বাগত জানান আয়োজকেরা
সংগৃহীত

হাবিবের গানে আবার মনে প্রেম জেগেছে বলে জানালেন আরেক বাংলাদেশি। তিনি বলেন, ‘আহ! বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়কার দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে তারুণ্য ধরে রাখতে মনে থাকতে হবে প্রেম, আর প্রেমের গান বিশেষ করে হাবিবের প্রেমের গানের কোনো তুলনা হয় না।’

রৌদ্রোজ্জ্বল বিকেলে শীত শীত বাতাসের মধ্যে লিভারপুলের হুইটলাম লেজার সেন্টার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা
প্রথম আলো

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও নতুন চমক দেওয়ার আশ্বাস দিলেন ‘লিসেন ফর’–এর অন্যতম আয়োজক ফয়সাল ফরিদ।