স্ত্রী রোজাকে নিয়ে শুটিংয়ে তাহসান

তাহসান খান ও রোজা আহমেদছবি : রোজা আহমেদের ফেসবুক পেজ

বছরের শুরুতে  বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান।

মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে এই জুটি। বিয়ের খবর সবাইকে জানিয়ে হানিমুনের জন্য মালদ্বীপে চলে যান দুজনে। হানিমুন সেরে সদ্য দেশে ফিরেছেন তাহসান-রোজা। দেশে ফিরেই সংগীতে মনোনিবেশ করেছেন তাহসান। এবার স্ত্রী রোজাকে নিয়ে গানের শুটিংয়েও ফিরেছেন তাহসান। হঠাৎ রোজাকে দেখে নেটিজেনদের ধারণা, হয়তো স্ত্রীকে এবার গানের ভিডিওতে হাজির করবেন তাহসান। যদিও একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোজাকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই তাঁর।

তাহসান
ফেসবুক থেকে

সাক্ষাৎকারে নিজের আগামীর কাজ নিয়েও নানা তথ্য দেন শিল্পী। আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানিয়েছেন তাহসান। জানালেন, এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তিনি। আসন্ন সিনেমা ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। যেটি এই বছরের আলোচিত গান হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে আরও বেশ কয়েকটি গান আছে। ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসান বললেন, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুন

ভালোবাসা দিবসের মর্যাদা প্রসঙ্গে তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেক রকম। আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদ্‌যাপনের দিন। ৩৬৫ দিনের মধ্যে ভালো একটা মুহূর্ত উদ্‌যাপনের জন্য কটা দিনই–বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন উদ্‌যাপন করুক।’

এদিকে বুধবার নতুন অনুষ্ঠানের খবর দিলেন এই তারকা।  ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছেন তিনি। পারিবারিক বিনোদনের এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন তাহসান খান। ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর তা উপভোগ করা যাবে। আজ বুধবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়।

আরও পড়ুন
তাহসান খান। ছবি: শিল্পীর সৌজন্যে

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘বিশ্বব্যাপী ৭৫টির বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শো, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এ ধরনের শো আমাদের সমাজে  ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।’

‘ফ্যামিলি ফিউড’ বাংলাদেশ অনুষ্ঠানে থাকছে ২৪ পর্ব। প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে।

আরও পড়ুন