ক্যানসার জয় করে গানে ফিরেছেন এই কে–পপ তারকা
‘অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ এক ফোঁটাও পানি মুখে তুলতে পারিনি, আমার পাকস্থলীজুড়ে ২০ সেন্টিমিটারের মতো ক্ষত ছিল।’ কোরিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন কে–পপ তারকা নাম উ হিয়োন।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার নামক এক ধরনের বিরল রোগ ধরা পড়ে ৩২ বছর বয়সী এই কোরীয় গায়কের। বিশ্বে ১০ লাখ মানুষের মধ্যে ১০ জন এ ধরনের ক্যানসারে আক্রান্ত হন।
অস্ত্রোপচারের পর গানে ফিরেছেন নাম উ হিয়োন। গত মঙ্গলবার তাঁর প্রথম একক অ্যালবাম হোয়াইটরি প্রকাশ করেছেন তিনি। এদিন দক্ষিণ সিউলের গ্যাংনাম শহরের এক রেস্তোরাঁয় দেওয়া এক সাক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন তিনি।
নাম উ হিয়োন জানান, এপ্রিলে সিউলের এক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি ভেবেছিলেন, সেটি ছোট্ট একটি অস্ত্রোপচার হবে। তবে তাঁর টিউমারটি এত বড় ছিল যে টানা ১০ ঘণ্টা অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের।
অস্ত্রোপচারের পর মাসখানেক হাসপাতালে ছিলেন তিনি। এর মধ্যে তিন সপ্তাহ কোনো পানি খেতে পারেননি। মানসিকভাবে বারবার ভেঙে পড়েছিলেন। তবে মা–বাবা, চিকিৎসক ও নার্সরা তাঁকে সাহস জুগিয়েছেন। তাঁদের অনুপ্রেরণায় গানে ফিরতে পেরেছেন তিনি।
২০১০ সালে কোরীয় ব্যান্ড ইনফিনিটিতে মূল গায়ক হিসেবে যোগ দেন নাম উ হিয়োন; ‘বি মাইন’, ‘দ্য চেজার’–এর মতো গানে তারকার খ্যাতি পেয়েছেন তিনি। গাওয়ার পাশাপাশি গীতিকবি, অভিনেতা হিসেবেও তিনি পরিচিত। ২০১৬ সাল থেকে সংগীতে একক ক্যারিয়ার গড়েছেন তিনি।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সংগীতে ছন্দপতন ঘটে নাম উ হিয়োনের। অস্ত্রোপচার ও ওষুধে অনেকটা সেরে উঠলেও তিনি আর আগের মতো গাইতে পারেন না। তবু অনুরাগীদের কথা বিবেচনা করে গান চালিয়ে গেছেন, অ্যালবামও প্রকাশ করলেন তিনি।
‘আমার চিকিৎসক বলেছেন, আমি আগের মতো আর গাইতে পারব না। চিকিৎসার পর মঞ্চে গান করতে গিয়ে দেখলাম, শ্বাসকষ্টে ভুগছি। এখন আমার গান করা অনেক চ্যালেঞ্জিং। ফলে আমার গলা অপরিণত মনে হতে পারে, তবুও আমি ফিরেছি।’ যোগ করেন নাম উ হিয়োন।
‘অস্ত্রোপচারের পর আমার নবজন্ম হয়েছে।’ বলছিলেন নাম উ হিয়োন। তাঁর ভাষ্যে, ‘আমার চিন্তায় আরও গভীরতা এসেছে, সংগীত আরও পরিণত হয়েছে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর এবারই প্রথম কোনো অ্যালবাম নিয়ে আসছি। যাঁরা জীবনে কঠিন সময় পার করছেন, আমার গান তাঁদের সাহস জোগাবে ও অনুপ্রেরণা দেবে।’
হোয়াইটরি অ্যালবামে ‘বেবি বেবি’, ‘লাভ মাইসেলফ’, ‘কালিফোর্নিয়া’, ‘আই উইল বি অলরাইট’সহ ১১টি গান রয়েছে, বেশির ভাগ গানই তাঁর লেখা ও সুর করা। গানে গানে আশার বার্তা দিয়েছেন এই গায়ক।
নাম উ হিয়োন জানান, অ্যালবামে তাঁর নিজের জীবনের গল্প বলছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের কঠিন সময়ে গানগুলো লিখেছেন। গানগুলো তাঁকে অনুপ্রাণিত করেছে। শ্রোতাদেরও অনুপ্রাণিত করবে।