২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গান নিয়ে দুনিয়া ঘুরছেন সেই ইয়োহানি

ইয়োহানি ডি সিলভা

‘মানিকে মাগে হিতে’ গানে সুরের মায়াজাল ছড়িয়ে রাতারাতি তারকা বনে গেছেন শ্রীলঙ্কার তরুণ গায়িকা ইয়োহানি ডিলোকা ডি সিলভা। সে গানের সুবাদেই ডাক মিলেছে বলিউড থেকে। কয়েক মাস আগে বাক্স-পেটরা গুছিয়ে শ্রীলঙ্কা থেকে আলোঝলমলে শহর মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের পথ ধরে বলিউডে তাঁবু গড়তে চান ইয়োহানি, শ্রীলঙ্কা ছাপিয়ে নিজের সম্মোহনী সুর ছড়িয়ে দিতে চান পৃথিবীর আনাচে-কানাচে।
ইয়োহানির ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পেত্তাহ ইফেক্টসের কর্ণধার দিলানজন সেনেভিরত্নে প্রথম আলোকে জানিয়েছেন, লুনু নামে একটি ব্যান্ডের সঙ্গে ভারতে কয়েকটি শো করেছেন ইয়োহানি। চলতি বছরের শেষ ভাগে ভারতের বিভিন্ন রাজ্যে ও মালদ্বীপ, আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও নিজের দেশ শ্রীলঙ্কায় শো করবেন ইয়োহানি।

ইয়োহানি ডি সিলভা
সংগৃহীত

ভারতে যাওয়ার পর হিন্দি শেখার চেষ্টায় আছেন ইয়োহানি, দুজন হিন্দি ভাষার শিক্ষক রেখে হিন্দি উচ্চারণ রপ্ত করছেন। র‌্যাপার বাদশাহ, নেহা কক্কর ও রণবীর সিংয়ের সঙ্গেও র‍্যাপ গান গাইতে চান ইয়োহানি।

২০২১ সালে ‘মানিকে মাগে হিতে’ প্রকাশ করে আলোড়ন তুলেছিলেন ইয়োহানি। শখের বশে আগে কয়েকটি গান প্রকাশ করলেও প্রচারের আলোয় আসতে পারেননি। ‘মানিকে মাগে হিতে’ প্রচারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অমিতাভ বচ্চন থেকে সালমান খান—কে তাঁর গায়কির প্রশংসা করেননি।

বর্তমানে তাঁর হাতে কয়েকটি গান আছে, এর মধ্যে ‘মানিকে মাগে হিতে’র হিন্দি সংস্করণ নিয়ে আসছেন ইয়োহানি।

বর্তমানে শ্রীলঙ্কার ‘র‍্যাপ প্রিন্সেস’ হিসেবে পরিচিত ইয়োহানি ডি সিলভা

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া ইয়োহানির বাবা প্রসন্ন ডি সিলভা একজন সেনা কর্মকর্তা, মা দিনিথি ডি সিলভা এয়ার হোস্টেস। বাবা-মায়ের চাকরি সূত্রে শৈশবে বাংলাদেশেও বেড়ানোর অভিজ্ঞতা হয়েছে ইয়োহানির।