‘রকস্টার’ লিসার ফেরা
প্রায় আড়াই বছরের বিরতির পর নতুন গান ‘রকস্টার’ প্রকাশ করে ঝড় তুলেছেন ব্ল্যাকপিংক তারকা লিসা। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই গানের ভিডিও চিত্রে দেখা গেছে, রাতের ব্যাংককের অলিগলিতে নাচছেন লিসা।
গানটি প্রকাশের পর রীতিমতো ঝড় তুলেছেন লিসা; গানের প্রশংসা করছেন অনুরাগীরা। গানের কথা, সুর ও গায়কিতে মাদকতা ছড়িয়েছেন তিনি।
ইউটিউবে ‘রকস্টার’ প্রকাশের ১২ ঘণ্টার ব্যবধানে ২ কোটিরও বেশিবার দেখা হয়েছে। ২০২৪ সালে আর কোনো কে পপ তারকা একক গান ১২ ঘণ্টায় এতবার দেখা হয়নি। এর আগে আইইউয়ের ‘লাভ উইনস অল’ গানটি এই সময়ের মধ্যে ১ কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে। তাঁকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন লিসা।
গতকাল দুই দিনের ব্যবধানে (গতকাল বিকেল ৫টা পর্যন্ত) ইউটিউবে ৪ কোটি ৮০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে গানটি।
লিসার অনুরাগীদের ‘লিলিজ’ বলা হয়। তাঁদের এমন ভালোবাসায় আপ্লুত লিসা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘অবশেষে নতুন একক গান প্রকাশ করতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। একটু সময় নিয়েই কাজটা করেছি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন বলে ধন্যবাদ।’
অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিসা লিখেছেন, ‘প্রায় তিন বছর পর আমার কোনো একক গান প্রকাশিত হলো। আশা করি, গানটি আপনারা উপভোগ করছেন। এটি মাত্র শুরু, আরও গান আসছে। সঙ্গেই থাকুন।’
ওয়াইজি এন্টারটেইনমেন্ট থেকে বের হওয়ার পর এটিই তাঁর প্রকাশিত প্রথম গান। নিজের রেকর্ড লেবেল লয়েড থেকে প্রকাশ করেছেন ‘রকস্টার’।
১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে যোগ দেন। ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন।
আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।