ছাত্ররা আমাদের ভয় ভেঙে দিয়েছে: শাকিব চৌধুরী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছিলেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। আজ শনিবার বেলা তিনটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচিতে একত্রিত হয়েছিলেন তাঁরা। সেই সাংবাদিকের সঙ্গে কথা বলেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরী।
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শাকিব বলেন, ‘আমাদের বন্দুক দিয়ে আমাদের ছাত্র, আমাদের জনতা মারা হচ্ছে; এটা ’৫২, ’৬৯-এ হয়েছিল, ’৭১ সালে পাকিস্তানিরা মেরেছে। ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে; এখানে কি গৃহযুদ্ধ হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্ররা কি শত্রু?’
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাকিব আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা ছাত্রদের দাবির সঙ্গে আছি।
একজন প্রশ্ন করেছিলেন, আমাদের এত দিন (প্রতিবাদ জানাতে) লাগল কেন? কারণ, আমরা ভয় পাই। এই সরকারকে আমরা ভয় পাই। ছাত্ররা আমাদের ভয় ভেঙে দিয়েছে।’