স্টেডিয়ামের বাইরে থেকে সুইফটকে শুনলেন ৫০ হাজার শ্রোতা
মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে গাইছেন টেলর সুইফট। স্টেডিয়াম ভেতরটা কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই। বাইরেও হাজার হাজার দর্শকের ভিড় দেখা গেছে।
সুইফটকে শুনতে অলিম্পিক পাহাড়ের চূড়ায় উঠেছেন কেউ কেউ।
পাহাড়ের চূড়া থেকে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দেখা যায়। চূড়ায় জায়গা না পেয়ে অনেকে পাহাড়ের খাঁজে খাঁজে বসে পড়েছেন। টিকিট ছাড়াই খুব কাছ থেকে সুইফটকে শোনার সুযোগটা কাজে লাগিয়েছেন তাঁরা।
ইরাস ট্যুরে জার্মানির মিউনিখে দুটি শো করেছেন সুইফট। গত শনিবার ও রোরববার অলিম্পিক স্টেডিয়ামে সুইফটের দুটি কনসার্ট ছিল।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, শনিবার ২৫ হাজারের মতো শ্রোতা বাইরে থেকে কনসার্ট শুনেছেন। রোববারও প্রায় একই সংখ্যক দর্শক অলিম্পিক পাহাড়ে ছিলেন। দুই দিনে স্টেডিয়ামের বাইরে অন্তত ৫০ হাজারের মতো শ্রোতার উপস্থিতি ছিল।
অলিম্পিক পাহাড়ের শ্রোতাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার শোতে টেলর সুইফট জানান, প্রতিবেদনটি যদি সত্য হয়, তাহলে অন্তত ৫০ হাজার শ্রোতা বাইরে থেকে তাঁকে শুনেছেন। সুইফট বলেছেন, ‘যাঁরা স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের শুনেছেন, তাঁদেরসহ সবাইকে ধন্যবাদ জানাই।’
দুই দিনে স্টেডিয়ামের ভেতরে ৭৪ হাজার দর্শক সুইফটকে শুনেছেন।
এর আগে দেশটির হামবুর্গে গেয়েছেন সুইফট। আগস্টে অস্ট্রিয়া ও পোল্যান্ডে ইরাস ট্যুরে যাওয়ার কথা রয়েছে। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।