‘তটিনী, তুমি কিছু বলো...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, তৌসিফ মাহবুব, জোভানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা
১ / ৫
সম্প্রতি সামনে এসেছে ময়মনসিংহের মিনি চিড়িয়াখানায় ভালুকের শরীরে পচন ধরার খবর। সেই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন অনেক অভিনয়শিল্পী। জয়া আহসান লিখেছেন, ‘চিড়িয়াখানাই পৃথিবীর সেই জেলখানা, যেখানে বিনা দোষে সাজা হয়; বন্ধ করা হোক পৃথিবীর সমস্ত চিড়িয়াখানা নামক জেলখানা।’
ছবি : প্রথম আলো
২ / ৫
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে পারিবারিক ঘরানার নাটক ‘তোমাদের গল্প।’ সেই নাটকের শুটিং লোকেশনের কথা বলতে গিয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘প্রথম ছবিটিতে মনিরা মিঠু আপার পাশে যিনি আছেন, তিনি আমার ফুফু! এই ফুফুর বাড়িতেই “তোমাদের গল্পের” শুটিং হয়েছিল। এটি একটি বিশেষ জায়গা, যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাড়ির পরিবেশ আমাদের শুটিংয়ের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছিল।’
ছবি: ফেসবুক
৩ / ৫
ট্রেন্ডিংয়ে থাকা ‘মন দিওয়ানা’ নাটক দিয়ে প্রশংসা পাচ্ছেন তৌসিফ মাহবুব। সেই নাটকের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মুখে নিয়ে নীরবতা, বলে যাই হাজার কথা। আকাশ, বাতাস, পৃথিবী জানে তুমি আমার কে, ভালোবাসা।’
ছবি: ফেসবুক
৪ / ৫
তরুণ গায়ক তাসরিফ খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খোদা তুমি শক্তি দাও/যুদ্ধ করতে যাব/হয় লাশের মিছিল হব/না হয় মুক্তি ছিনিয়ে নেব।’
ছবি: ফেসবুক
৫ / ৫
‘তোমাদের গল্প’ নাটক ঘিরে সহকর্মীদের যুক্ত করে ফেসবুক লাইভ করেন ফারহান আহমেদ জোভান। লাইভে তিনি বলেন, ‘নাটকের রেসপন্স অনেক ভালো। এখনো দর্শক নাটকটি দেখছেন। ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। রাজ ভাই যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তটিনী উত্তরা থেকে। তটিনী তুমি কিছু বলো।’ নাটক ঘিরেই জমে ওঠে আড্ডা।
ছবি: ভিডিও থেকে