মুম্বাইয়ে কাজী সব্যসাচী স্মরণ, শামসুর রাহমানের কবিতা পাঠ
শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান’ আবৃত্তির মাধ্যমে কাজী সব্যসাচীকে স্মরণ করে এক কবিতাময় সন্ধ্যার সূচনা করেন আবৃত্তিশিল্পী তাপস মাইতি। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন দল ‘আবৃত্তির অনুভবের’ ১০ সদস্য।
সম্প্রতি মুম্বাইয়ের গাইমুখে সংঘমিত্র কালীবাড়ি প্রাঙ্গণে ‘স্মরণে সব্যসাচী’ শীর্ষক এক কবিতপাঠ ও গানের আসর বসেছিল। এই সন্ধ্যায় বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাপস মাইতি ও তাঁর দল ‘আবৃত্তির অনুভবে’। ব্যতিক্রমী এই সন্ধ্যার আয়োজক ছিলেন সংঘমিত্রর কর্ণধার শ্রী পার্থ রায়।
‘স্মরণে সব্যসাচী’ সন্ধ্যার প্রধান অতিথি ছিলেন কাজী পরিবারের সদস্য সংগীতশিল্পী নূপুর কাজী। মুম্বাই শহরে আধুনিক আবৃত্তি শিল্পের পথিকৃৎ কাজী সব্যসাচী স্মরণে এই আয়োজন দ্বিতীয় বর্ষে পা রাখল। প্রথম বর্ষে উপস্থিত ছিলেন কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।
‘স্মরণে সব্যসাচী’ অনুষ্ঠানের সূচনা হয় মুম্বাইয়ের প্রথম আবৃত্তির দল আবৃত্তির অনুভবের উদীয়মান আবৃত্তিশিল্পীদের পরিবেশনা দিয়ে। এরপর সংঘমিত্র ও আবৃত্তির অনুভবের পক্ষ থেকে প্রধান অতিথি নূপুর কাজীকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন চিত্রশিল্পী শ্রী সমীর মণ্ডল এবং স্মারক ও উত্তরীয় তাঁর হাতে তুলে দেন দলের সমন্বয়ক শুভ্রা মাইতি। দুই ঘণ্টাব্যাপী কথায় কবিতায় ও গানে সন্ধ্যাকে আকর্ষণীয় করে তোলেন তাপস মাইতি ও নূপুর কাজী এবং তাঁর দল আবৃত্তির অনুভবে। নূপুর কাজীর স্মৃতিচারণায় বারবার উঠে আসে কাজী নজরুল ইসলাম ও কাজী সব্যসাচীর নানান কাহিনি। নূপুরের সুরেলা কন্ঠ মুগ্ধ করেছে উপস্থিত শ্রোতাদের। মুম্বাইয়ের বুকে কাজী সব্যসাচী ও কাজী নজরুল ইসলামকে ঘিরে মানুষের উন্মাদনা তাঁকে অবাক করেছে। আবেগাপ্লুত কন্ঠে নূপুর বলেন, ‘কলকাতা থেকে দুই হাজার কিলোমিটার দূরে এসে এত ভালোবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ! মনে হচ্ছে, যেন নিজের বাড়িতে কত দিনের চেনা মানুষের সামনে বসে আছি!’
এই সন্ধ্যা আরও ব্যতিক্রমী হয়ে ওঠে তাপস মাইতির অসাধারণ কবিতাপাঠে। তিনি শোনান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, শামসুর রাহমানের কবিতা। তাপস মাইতি বলেন, ‘দেশের মাটিতে প্রথম কাজী সব্যসাচীকে নিয়ে এ ধরনের স্মরণ অনুষ্ঠান ২০২৪-এ শুরু হয়, এ বছর তার দ্বিতীয় বর্ষ। প্রতিবছর মার্চ মাসে (কাজী সব্যসাচীর প্রয়াণ মাস) স্মরণে সব্যসাচী অনুষ্ঠানের আয়োজন করব। আমি মনে করি, কবিতা উত্তরণের কথা বলে, জীবনসংগ্রামে সাহস জোগায়।'