কে হবেন আজকের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের কান্ডারি
বছর ঘুরে আবার ফিরে এসেছে মেরিল-প্রথম আলো পুরস্কার। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। বছর ঘুরে তারকাবহুল জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ২৪তম আসর বসবে আজ শুক্রবার। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মূল আয়োজনটি অনুষ্ঠিত হবে। তার আগে বিকেল পাঁচটা থেকে লালগালিচায় পদার্পণ করবেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা।
আর মাত্র কয়েক ঘণ্টা। এবারের আসরে অভিনেতা, নির্দেশক তারিক আনাম খান বাড়তি দায়িত্ব নিয়ে থাকছেন। এবার অনুষ্ঠানটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন তিনি। তিনি জানিয়েছেন, অনেক আগেই অডিশন ও শিল্পী নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে। সব গুছিয়ে ২ সেপ্টেম্বর থেকে মহড়া করেছেন।
ঢাকার বিভিন্ন জায়গায় নাচ-গানের মহড়া হয়েছে। তাঁর ভাষ্য, ‘অনুষ্ঠানে বৈচিত্র্য আনার চেষ্টা করছি।’ অনুষ্ঠানের সঞ্চালক কে—জানতে চাইলে বলেন, সবটা এখনই বলতে চাই না। মঞ্চে উপভোগ করবেন উপস্থিত দর্শকেরা।
তাহলে আজকের আয়োজনের সঞ্চালক কে? মাসখানেক চর্চিত হচ্ছে যে বিষয়টি, তা হলো—কে বা কারা হবেন এবারের কান্ডারি?
আয়োজকদের কাছে ফোন, ই-মেইল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকেরা জানতে চাইছেন এই একটি বিষয়ে। শুধু সাধারণ পাঠকের মধ্যেই এই আগ্রহ বিরাজমান, তা-ও নয়। খোদ বিনোদনজগতেও গুনগুন শুরু হয়ে গেছে, এবার কি তাহলে নতুন কেউ মেরিল-প্রথম আলো পুরস্কার সঞ্চালনা করবেন? নাকি এর আগে সফল হওয়া সঞ্চালকেরা নতুন করে ফিরে আসবেন? অভিনয়জগতের কেউ উপস্থাপনা করবেন, নাকি পেশাদার সঞ্চালক হাল ধরবেন অনুষ্ঠানের? অভিনয়জগতের কেউ হলে কি চলচ্চিত্রজগতের উপস্থাপক থাকছেন, নাকি ছোট পর্দার অভিনয়শিল্পীরা থাকছেন? জল্পনা–কল্পনা চলেছিল আয়োজকদের গোলটেবিলেও। মেরিল-প্রথম আলো পুরস্কার প্রত্যাবর্তন হওয়া চাই আগের চেয়েও অনেক বেশি জমকালো। আর অনুষ্ঠান সফল করার জন্য ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ নির্বাচন সবচেয়ে জরুরি বিষয়।
জানা গেছে, কয়েকটি নাম সংক্ষিপ্ত তালিকায় ছিল। সেখান থেকে নানা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন করা হয়েছে এবারের সঞ্চালক। একটি বিষয়ে সবাই একমত ছিলেন, যাঁরা মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক হবেন, তাঁদের মধ্যে থাকতে হবে চমৎকার রসায়ন। নিশ্চিতভাবে বলা যায়, এবারের উপস্থাপকেরা শুধু ক্যামেরার সামনেই নন, ক্যামেরার বাইরেও সাবলীল নিজেদের সম্পর্কে।
ধারণা করা খুব সহজ, তাঁরা দুজনই ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে এর আগে পারফর্ম করেছেন, বিনোদনজগতে কাছাকাছি সময়েই দুজনের পথচলা। কারা হতে পারেন, ধারণা করা যায়? অবশ্য অপেক্ষার পালা শেষ হবে খুব অল্প সময়ের মধ্যেই। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারের মহাযজ্ঞ। অনুষ্ঠানের সব কটি আসন আমন্ত্রিত অতিথিদের জন্য।