শাবনূরের কলিজার টুকরা কিংবা বুবলীর আলোকিত হাসি

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৬
প্রিন্স মাহমুদ তাঁর লেখা ও সুরের গান দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম মাতিয়ে রাখছেন। গান তৈরির পাশাপাশি সংগীতের এই মানুষটি দেশ, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নানা অসংগতিতে সোচ্চার থাকেন। ফেসবুকে তাঁর প্রতিফলনও পাওয়া যায়। এবার তিনি লিখছেন, বাজার সিন্ডিকেট নিয়ে। ফেসবুকে তিনি লিখলেন, ‘বাজার সিন্ডিকেট নরকে যাও, নির্বংশ হও। নিত্যপণ্যকেন্দ্রিক সিন্ডিকেট ভীতিপ্রদভাবে সক্রিয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে লোকদেখানো উদ্যোগ কেবল। কখনোই কার্যকর ব্যবস্থাই আসলে নেওয়া হয় না। সব চাতুরি, কোনো মনিটরিং নাই। লোকদেখানো পণ্যের দাম বেঁধে দেওয়া...।’
ছবি: ফেসবুক
২ / ৬
ঢালিউডের একসময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। সন্তান আইজানসহ তাঁর পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন। সময় পেলেই মনের আনন্দে ঘোরাঘুরি করেন। ভালো লাগার কাজ করেই আনন্দ খুঁজে বেড়ান এই নায়িকা। ভালোবাসার ইমোজি দিয়ে সন্তানসহ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা।’
৩ / ৬
ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্যর আজ জন্মদিন। ফেসবুকে স্বামী ও সন্তানের সঙ্গে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে শ্রেয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের আলো। তুমি সব সময় সুস্থ এবং সুখী থাকো।’
৪ / ৬
ঢালিউড তারকা শবনম বুবলী অভিনীত নতুন ছবি ‘দেয়ালের দেশ’–এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যে পোশাক পরিধান করে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেই পোশাকে কয়েকটি হাসোজ্জ্বল স্থিরচিত্র পোস্ট করেছেন নিজের ফেসবুকে। ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘পৃথিবীকে আলোকিত করা হাসি।’
৫ / ৬
শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন চলচ্চিত্রে কাজ করছেন জাহারা মিতু। মুক্তি পেয়েছে একাধিক চলচ্চিত্র। বিনোদন অঙ্গনের কাজকর্মের খবরের বাইরে বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন তিনি। আজ মঙ্গলবার নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে ছিলেম, আলো নিল খুঁজে।’
৬ / ৬
রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে তরুণ গায়ক স্বপ্নীল সজীব ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর স্বর্ণালি সন্ধ্যা...।’