যেসব হলে দেখা যাচ্ছে ‘বলী’

গত শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবি: সংগৃহীত

গত শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘বলী’। ২০২৩ সালে সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস পুরস্কার জয় করে। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এটি তাঁর প্রথম সিনেমা। ‘বলী’ মুক্তি উপলক্ষে জানুয়ারির শেষে তিনি কানাডা থেকে দেশে এসেছেন।

জানা যায়, সিনেমাটি শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স পান্থপথ, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, বালি আর্কিড চট্টগ্রামে চলছে। এ ছাড়া ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা, গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, সিনেস্কোপ সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ ও মম ইন বগুড়ায় দর্শকেরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

সিনেমার একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে ইতমাম

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির আলী খান। তাঁর সম্পর্কে পরিচালক ইকবাল হোসাইন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সিনেমায় নাসির ভাইয়ের পারফরম্যান্স যতবার দেখি, মুগ্ধ হয়ে যাই। এ রকম পরিশ্রমী আর জুতসই অভিনেতা পাওয়া যেকোনো নির্মাতার জন্য বড় সৌভাগ্য। পরিশ্রম সাধারণত বিফলে যায় না। মাত্র দুই বছরে নাসির ভাই এমনই জনপ্রিয়, তাঁকে এখন মাস্ক পরে চেহারা আড়াল করে চলতে হয়। তাঁকে দেখলেই সবখানে সেলফিশিকারদের লম্বা লাইন।’

বলী সিনেমার পোস্টারে নাসির উদ্দিন খান

ইকবাল হোসাইন চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর মানুষ। বেড়ে উঠেছেন বঙ্গোপসাগরঘেঁষা উপকূলীয় অঞ্চলে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও পরবর্তী সময়ে নিখোঁজ মানুষের আহাজারি কাছ থেকে শুনেছেন।

এ জন্য প্রথম সিনেমা বানানোর সময় ইকবালকে সবচেয়ে বেশি তাড়িত করেছে সমুদ্র ও তার শিকড়ের যোগসূত্র। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।

সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি
ছবি: প্রথম আলো
দেশে ফিরেই ‘বলী’র শুটিং স্পট বাঁশখালী সমুদ্রসৈকতে ছুটে গিয়েছিলেন ইকবাল হোসাইন চৌধুরী
ছবি: জুয়েল শীল

২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’। সিনেমায় মূল বলীর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল।