প্রিয় সিনেমার কথা জানালেন টিলডা

আলোচনায় অংশ নেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটনতানভীর আহাম্মেদ

করোনাভাইরাসের জন্য তিন বছরের বিরতির পর এবার ঢাকায় দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা বসেছে। গতকাল ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে লিট ফেস্টিভ্যাল। ৮ জানুয়ারি পর্যন্ত এ আয়োজনে দেশ-বিদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা অংশ নেবেন। এতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও গানের আয়োজন থাকছে।

‘অরনাল্ডো’ টিলডা সুইনটন
আইএমডিবি থেকে নেওয়া

এর ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রদর্শিত হয়েছে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত ছবি ‘অরনাল্ডো’। প্রদর্শনের আগে মঞ্চে আলোচনায় অংশ নেন এই অভিনেত্রী। এটি সঞ্চালনা করেন লেখক আহসান আকবর। এই দর্শকে মিলনায়তনটি কানায় কানায় পূর্ণ ছিল।

আলোচনা পর্ব শেষে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন টিলডা সুইনটন। এক দর্শকের প্রশ্নের উত্তরে টিলডা জানান, তার অন্যতম প্রিয় সিনেমা ‘অরনাল্ডো’। কারণ, এটি তাঁর জন্য ছিল ভিন্নধর্মী এক সিনেমা। ছবিটির প্রতিটি ফ্রেমে ছিলেন তিনি। অনুষ্ঠানে নিজের আরও একটি প্রিয় ছবির কথা বলেন তিনি—‘মেমোরিয়া’।

আলোচনা পর্ব শেষে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন টিলডা সুইনটন
তানভীর আহাম্মেদ

২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ছবিটি দুই বছর আগে যখন মুক্তি পায়, তখন মানুষ করোনার জন্য বাসায় বন্দী। এ কারণে ছবিটি প্রথমে ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়া হয়। ছবিটি মুক্তির পর প্রতিটি রাজ্যে মানুষ পরিবার নিয়ে হলে গিয়ে দেখেছে। তিনি বলেন, ‘তখন হলে গিয়ে মানুষের উচ্ছ্বাস দেখে আমি অনুভব করেছি করোনার কারণে মানুষ অন্যান্য সবকিছুর মতো হলে গিয়ে সিনেমা দেখাকেও মিস করেছেন।’  
টিলডা একাধারে অভিনেত্রী, নির্মাতা, লেখক, শিল্পী। ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’, ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে যে ২০০৭ সালে ‘মাইকেল ক্লেটন’ ছবির জন্য জিতেছেন অস্কার।

‘মেমোরিয়া’র পোস্টার
আইএমডিবি থেকে নেওয়া

তবে তিনি নিজেকে অভিনয়শিল্পী থেকে বেশি লেখক হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করেন। কেননা লেখালেখি করতে গিয়েই নিজেকে তিনি বুঝতে শিখেছেন, চিনতে শিখেছেন। তাই লেখক পরিচয়েই স্বাচ্ছন্দ্য টিলডার। এর আগে ২০১৭ সালেও লিট ফেস্টে ঢাকায় এসেছিলেন অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী।

৫ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। এই ফেস্টের দ্বিতীয় দিন আরও প্রদর্শিত হয়েছে অমিত আশরাফের ‘কাঁঠাল’, এলিজাবেথ ডি কস্তার ‘বাংলা সার্ফ গার্লস’, হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’, তাসমিয়াহ্ আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং ‘হিরোইনস ওয়ান নাইট’ ও প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’। এ ছাড়া ছিল ‘ওটিটি: দ্য ফিউচার অব কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক আলোচনা।

আরও পড়ুন
আরও পড়ুন