কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ সিনেমার পোস্টার
ইনস্টাগ্রাম থেকে

দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
জয়সলমিরের জাদুঘর থেকে কোটি টাকা মূল্যের ষাঁড়ের মূর্তি চুরি যায়। তবে একেনবাবু যখন রাজস্থানে হাজির, তখন আর চিন্তা কী! যথারীতি রহস্যের জালে জড়িয়ে যান একেনবাবু। এমন গল্প নিয়ে ছবিটি চলতি বছর পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার ছবিটি ওটিটিতে দেখা যাবে। জয়দীপ মুখোপাধ্যায়ের ছবিতে ‘একেন’ চরিত্রে যথারীতি আছেন অনির্বাণ চক্রবর্তী।

এক্সট্র্যাকশন ২
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান

‘এক্সট্র্যাকশন ২’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ
আইএমডিবি

২০২০ সালে মুক্তি পাওয়া এক্সট্রাকশন-এর সিকুয়েল। স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এবারের কিস্তিতে জর্জিয়ার জেলবন্দী এক গ্যাংস্টারের পরিবারকে উদ্ধারের দায়িত্ব কাঁধে নেয় ভাড়াটে যোদ্ধা টেইলর। সে কি পারবে কঠিন এই দায়িত্ব সামলাতে?

‘জি করদা’ সাত বন্ধুর গল্প
আইএমডিবি

জি করদা
ধরন: সিরিজ

স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও

দিনক্ষণ: চলমান

সাত বাল্যবন্ধুর গল্প। এক বন্ধুর ৩০তম জন্মদিন পালন করতে সবাই একসঙ্গে হয়। এরপর অনেক কিছুই হয়, যা তাদের পরিকল্পনায় ছিল না। অরুনিমা শর্মা পরিচালিত এই রোমান্টিক, ড্রামা সিরিজে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, অসীম গুলাটি, অন্যা সিং, হুসেইন দালাল প্রমুখ।

স্ট্যান লি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার

দিনক্ষণ: চলমান

‘স্ট্যান লি’ তথ্যচিত্রের পোস্টার
আইএমডিবি

২০১৮ সালে ৯৫ বছর বয়সে প্রয়াত হন প্রখ্যাত কমিক লেখক স্ট্যান লি। এই তথ্যচিত্রে স্পাইডারম্যান, এক্সমেন, আয়রনম্যান, থরসহ অনেক জনপ্রিয় সুপারহিরোর অন্যতম এই স্রষ্টার জীবন ও কীর্তি তুলে ধরেছেন ডেভিড গেব।

আরও পড়ুন

ডেসপারেট রাইডার্স
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান

ওয়েস্টার্ন ছবি ‘ডেসপারেট রাইডার্স’–এর পোস্টার
আইএমডিবি

মাইকেল ফেইফার পরিচালিত এই ওয়েস্টার্ন ছবি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ড্রিউ ওয়েটার্স, ভানেসা এভিগান প্রমুখ।

বিগ বস ওটিটি
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: ১৭ জুন
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ওটিটি সংস্করণ আসে গত বছর। এবার আসছে দ্বিতীয় সিজন। প্রথম সিজনে সঞ্চালকের ভূমিকায় করণ জোহরকে দেখা গেলেও এবার থাকছেন সালমান খান। টিভিতেও ‘বিগ বস’ সঞ্চালনা করেন এই অভিনেতা।

এবার ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক সালমান খান
টুইটার থেকে