আলোচিত ১০ বিদেশি সিরিজ কোনগুলো ফিরে দেখা ২০২৪
প্রায় সব সমালাচকের মতে, চলতি বছরের সেরা সিরিজ ‘শোগান’। গত ২৭ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হুলু আর টেলিভিশন নেটওয়ার্ক এফএক্সে মুক্তির পর ১০ পর্বের সিরিজটি নিয়ে আলোচনা শুরু হয়।
নির্মাণ, চিত্রনাট্য, ভিজ্যুয়াল, অভিনয় মিলিয়ে সিরিজটি এতটাই প্রশংসিত হয়েছে যে এরই মধ্যে এটির দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে। ১৯৭৫ সালে প্রকাশিত জেমস ক্ল্যাভেলের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি এবারের এমিতে সর্বোচ্চ ১৮ পুরস্কার পায়।
এ ছাড়া ইংরেজি, হিন্দিসহ বিভিন্ন ভাষায় এন্তার সিরিজ এসেছে। তবে বরাবারের মতোই ড্রামা ও কমেডিধর্মী সিরিজগুলোই আলোচনায় ছিল। বছরের আরেকটি আলোচিত সিরিজ ‘বেবি রেইন্ডার’।
সাত পর্বের ব্রিটিশ ব্ল্যাক কমেডি সিরিজটিতে আবেগকে ঘিরে তৈরি হওয়া জটিলতা যেভাবে তুলে ধরেছেন নির্মাতা, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। চলতি বছর নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজের একটি এটি। ভারতীয় সিরিজের মধ্যে ‘পঞ্চায়েত ৩’, ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’, ‘হীরামান্ডি’ ছিল আলোচনায়। থাই সিরিজ ‘ডোন্ট কাম হোম’ও পছন্দ করেছেন অনেক দর্শক।
এ ছাড়া আলোচনায় ছিল অ্যানে রাইসের ‘দ্য ভ্যাম্পায়ার ক্রনিকলস’ অবলম্বনে নির্মিত ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’। এই গথিক হরর সিরিজটি বানিয়েছেন রোলিন জোন্স। ২০২২ সালে প্রিমিয়ারের পর সিরিজটি প্রশংসিত হয়। চলতি বছর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি।
এইচবিওর ‘দ্য সিমপ্যাথাইজার’ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সাত পর্বের সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন পার্ক চান-উক ও মার্ক মুনডেন ও ফারনান্দো মেইরিলেস। অ্যাপল টিভি প্লাসের ‘পাচিনকো’ পছন্দ করেছেন অনেক সমালোচক। ড্রামা ঘরানার সিরিজটিতে ১৯১৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত একটি কোরীয় পরিবারের কয়েক প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে।
আলোচিত ১০ বিদেশি সিরিজ
(মুক্তির তারিখ অনুযায়ী)
‘শোগান’
‘বেবি রেইন্ডার’
‘দ্য সিমপ্যাথাইজার’
‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’
‘হীরামান্ডি’
‘পঞ্চায়েত ৩’
‘ইন্ডাস্ট্রি’
‘পাচিনকো’
‘ডোন্ট কাম হোম’
‘দ্য ডে অব দ্য জ্যাকল’