‘এক সেকেন্ড বিরক্ত হওয়ার সুযোগ নেই’
বেশ কয়েক মাস দেশে নেই অপূর্ব। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। তার আগেই ঈদের একাধিক নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এর শুটিং শেষ করেছেন। প্রকাশ পেয়েছে এ ওয়েব ফিল্মের ট্রেলার। এতে অন্য রকম এক অপূর্বকে আবিষ্কার করেছেন দর্শক। তাঁর সঙ্গে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ। এর আগে নাটক আর টেলিছবিতে অভিনয় করলেও এবারই প্রথম তাঁরা দুজন ওয়েব ফিল্মে জুটি হলেন। ওয়েব ফিল্মটির পরিচালক কাজল আরেফিন, সবাই তাঁকে অমি নামে চেনেন।
কাজল আরেফিনের একাধিক নাটকে আলাদাভাবে কাজ করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। দুজন এই পরিচালকের সঙ্গে কাজের ব্যাপারে নিজেদের স্বাচ্ছন্দ্যের কথাও জানান। গেল বছরের অক্টোবরে ‘হাউ সুইট’–এর ঘোষণা দেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন। জানান, এই ফিল্মের প্রধান দুই অভিনয়শিল্পী অপূর্ব ও ফারিণ। ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পুরো কাজ শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে। ট্রেলার মুক্তির পর ফেসবুকে নাটক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ‘হাউ সুইট’ নিয়ে চলছে আলোচনা। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে ট্রেলার।
গতকাল সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় পরিচালক কাজল আরেফিনের। জানালেন, এটি রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম, যা দর্শককে পুরোমাত্রায় বিনোদিত করবে। পরিচালকের ভাষ্যে, ‘আমাদের এখানে সিরিয়াস কাজ বেশি হয়, কিন্তু আমি যা করতে ভালোবাসি, তা বানাই। বরাবরই আমি এমন গল্প বলতে ভালোবাসি। আমার যাঁরা দর্শক, ট্রেলার মুক্তির পর তাঁরা আলোচনা করছেন। পছন্দের কথা জানাচ্ছেন। সবাই অপেক্ষা করছেন। আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁরা ঈদের মতো উৎসবে আনন্দের কনটেন্ট দেখতে চান, যেটাতে তাঁরা মজা পাবেন—নির্মাণের সময় বিষয়টা মাথায় ছিল। কিছু মানুষের মনে হতে পারে, এটা খুবই লাইট কনটেন্ট। তবে এ ধরনের কনটেন্টে পরিশ্রম অনেক বেশি।’
গল্প শুনে খুশি
বঙ্গতে ‘হাউ সুইট’ ট্রেলার প্রকাশের পর অপূর্ব ও ফারিণের অন্য রকম উপস্থাপন নজরে এসেছে কমবেশি সবার। ফেসবুক ও ইউটিউবে মন্তব্যের ঘরে ঢুঁ মারলে তা বোঝা যায়। এমনটাই হবে, জানতেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। কথা প্রসঙ্গে তা–ই বোঝা গেল। অপূর্ব ও ফারিণকে অভিজ্ঞতাসম্পন্ন শিল্পী উল্লেখ করে কাজল আরেফিন বললেন, ‘তাঁরা জানেন, কোন কনটেন্ট কী হতে যাচ্ছে। কোনটার ম্যারিট কতটুকু। আমরা যখন চিত্রনাট্য পড়ার সেশনে ছিলাম, তখনই তাঁরা হাসাহাসি করে গড়াগড়ি খাচ্ছিলেন। আসলে একটা মজার গল্প যখন দর্শককে বলব, তার আগে নিজেরাই তো মজা পেতে হবে। আমরাই যদি গল্প উপভোগ না করি, দর্শক কীভাবে করবে। দর্শক টাকা খরচ করে কনটেন্ট দেখেন, তাঁরা যেন অনেক বেশি কিছু পান, এটাই আমার লক্ষ্য থাকে।’
ফারিণ জানালেন, গল্পটা শোনার পরই তাঁর মনে হয়েছে, এ ধরনের কনটেন্টই তিনি করতে চেয়েছিলেন। বলিউডে যেমনটা দেখা। ফারিণ বললেন, ‘একই ধরনের চরিত্রে আমি কখনোই অভিনয় করতে চাই না। বরাবরই নিজেকে ভাঙতে চাই। গত বছর ‘অসময়’ ছিল একরকম, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ছিল আরেক রকম। আর এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। এই ধরনের রম-কম প্রথম করলাম। অমি ভাই যখন গল্প শুনিয়েছেন, একবাক্যে রাজি হই। তখনই বলেছি, দারুণ কিছু হবে। বলিউডে আমরা এ ধরনের অনেক স্টোরি দেখি, আমাদের এখানে হয় না। আমার মনে হয়েছে, ওটিটিতে এ রকম কাজ হওয়া উচিত।’
যা শুনছেন ফারিণ
এবারের ঈদে খুব বেশি নাটকে দেখা যাবে না তাসনিয়া ফারিণকে। অনেক আগে কয়েকটি নাটকের কাজ করেছেন, তা ঈদে প্রচারিত হতে পারে বলে জানালেন। ওটিটিতে শুধু এই একটাই কাজ। এই ওয়েব ফিল্মকে ফারিণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মহড়া হিসেবে মনে করছেন। বললেন, ‘শুনেছি, অমি ভাই সামনে সিনেমা বানাবেন, তার একটা মহড়া হয়ে গেল। সঙ্গে আমারও। যদি তিনি আমাকে তাঁর সেই ছবিতে নেন, সানন্দে কাজ করতে চাই। কারণ, তাঁর সঙ্গে কাজ করাটা বরাবরই আরামের।’ কথা প্রসঙ্গে ফারিণ এ–ও বললেন, ‘টিমের সবাই এই গল্প নিয়ে শুরু থেকেই রোমাঞ্চিত। সবার চাওয়া ছিল, কালারফুল হবে। প্রতিটি দৃশ্যে যেন সিনেম্যাটিক অ্যাপ্রোচ থাকে। দর্শক যেন বিনোদিত হয়, তাই হয়েছে। এই গল্প পুরোপুরি বিনোদনের, মানুষ শতভাগ বিনোদিত হবে। এক সেকেন্ড বিরক্ত হওয়ার সুযোগ নেই।’
বালাম-ন্যান্সির ফেরা
সর্বশেষ ২০১২ সালে মুক্তি পাওয়া কমন জেন্ডার ছবিতে একসঙ্গে প্লেব্যাক করেছিলেন বালাম ও ন্যান্সি। এরপর কেটে গেছে এক যুগ। কোনো গানে প্লেব্যাক করা হয়নি এই দুই শিল্পীর। ‘হাউ সুইট’ ওয়েব ফিল্ম দিয়ে প্লেব্যাকের বিরতি ভাঙলেন। গানটির শিরোনাম ‘মায়া মায়া লাগে’। আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন। বালাম বলেন, ‘ন্যান্সি তো দারুণ গায়। এবারের গানটিও দারুণ হয়েছে। ভালোবাসার গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
সিনেমার ভিড়ে হারাবে না
ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন হাউ সুইট–এর শুটিং করেছেন কাজল আরেফিন। তিনি জানালেন, নতুন জায়গার পাশাপাশি পুরোনো জায়গাগুলোকে একেবারে নতুনভাবে দেখাতে চেয়েছেন তিনি। ট্রেলার দেখার পর অনেকে মন্তব্যে জানিয়েছেন, এটি সিনেমা হলে মুক্তি পেলে ভালো হতো। এটি নজরে এসেছে তাঁদের। এদিকে বড় পর্দায় বড় বাজেটের একাধিক ছবি মুক্তি পাচ্ছে। কাজল আরেফিনের কথা প্রসঙ্গে ওঠে আসে তা–ও। প্রশ্ন ছিল, বড় পর্দার এত ছবির ভিড়ে ওয়েব ফিল্ম হারিয়ে যাবে না তো? কাজল আরেফিন বললেন, ‘কোনো কনটেন্টই কোনোটার ক্ষতি করতে পারে না। বরং একটা কনটেন্ট আরেকটাকে এগিয়ে দেয়। আজকে যদি একটা সিনেমা ব্লকবাস্টার হয়, সেই সিনেমা দেখার পর দর্শকের ভালো লাগে, তখন তাদের আরও নতুন কনটেন্ট দেখার আগ্রহ তৈরি হবে। সেই আগ্রহ থেকে তারা আরও দুইটা সিনেমা দেখবে।’
‘হাউ সুইট’– এ অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।