জনি ডেপ–কন্যার সিরিজটি নিয়ে কেন এত বিতর্ক

কান উৎসবে লিলি–রোজ ডেপ
রয়টার্স

তুমুল জনপ্রিয় এক গায়িকা। নার্ভাস ব্রেকডাউনের কারণে শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর কনসার্ট। তাঁকে সাহায্য করতে আসা এক গুরুর সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে—এই হলো এইচবিও নতুন সিরিজ ‘দ্য আইডল’–এর সারকথা। তবে মুক্তির আগেই সিরিজটি নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কিন্তু কেন এই বিতর্ক? ভ্যারাইটি ও ডেইলি মেইল অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য আইডল’–এর দুটি পর্বের প্রিমিয়ার হয় গত ২২ মার্চ। ভিন্ন একটি কারণে তার আগে থেকেই অবশ্য সিরিজটি আলোচনায় ছিল।

কান উৎসবে লিলি–রোজ ডেপ
রয়টার্স

‘দ্য আইডল’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি–রোজ ডেপ, অন্যদিকে নিজের ছবি নিয়ে কানের উদ্বোধনীতে তাঁর বাবা জনি ডেপও হাজির ছিলেন। ফলে ‘কান উৎসবে বাবা–মেয়ে’—এমন খবর করেছে অনেক গণমাধ্যম। কিন্তু কানে দুই পর্ব প্রিমিয়ারের পর ভিন্ন দিকে মোড় নেয় আলোচনা।

আরও পড়ুন

সিরিজটিতে প্রধান চরিত্রের সঙ্গে জনপ্রিয় এক গায়িকার জীবনের মিল, খোলামেলা যৌনতা মিলিয়ে নিয়ে শুরু হয় বিতর্ক। অনেক ভক্তের মতে, ‘দ্য আইডল’ তৈরি হয়েছে ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে। তরুণদের আইডল, খোলামেলা অবতার থেকে ব্যক্তিগত ঝামেলায় গান থেকে দূরে সরে যাওয়া—ব্রিটনি ছাড়া আর কার সঙ্গে এভাবে মিলে যায়! সিরিজে এই গায়িকার চরিত্রেই অভিনয় করেছেন লিলি–রোজ ডেপ।

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর অভিনীত চরিত্রটি ব্রিটনি স্পিয়ার্সের জীবনের প্রেরণায় তৈরি কি না জানতে চাইলে লিলি বলেন, ‘সুনির্দিষ্টভাবে এটা কারও ওপর তৈরি না। অন্য কারও গল্প আমরা বিক্রি করতে চাই না। তবে এটা অস্বীকার করব না, চরিত্রটি তৈরির পেছনে অনেকের জীবনের প্রেরণা আছে। তাদের কেউ হয়তো পপ তারকা, কেউ নন।’ তবে লিলি বলেন, অভিনয়ের আগে তিনি নিজে প্রেরণা নিয়েছেন শ্যারন স্টোন ও জিন টিয়ার্নির কাছ থেকে।

‘দ্য আইডল’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি–রোজ ডেপ
আইএমডিবি

সিরিজে অতিরিক্ত খোলামেলা দৃশ্যের উপস্থিতি নিয়েও কথা বলেছেন লিলি, ‘সিরিজটি কল্পনিক, চরিত্রগুলোও তাই। পপ তারকার যে চরিত্র, তাঁর সঙ্গে দৃশ্যগুলো যায়। কারণ, এটা চরিত্রটিতে র ব্যাপার যোগ করেছে।’ আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও লিলির জন্য এটিই প্রথম সিরিজ। এতে লিলির বিপরীতে দেখা গেছে কানাডীয় গায়ক দ্য উইকেন্ডকে।

সাক্ষাৎকারে দ্য উইকেন্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন লিলি। দ্য উইকেন্ড সিরিজটির অন্যতম লেখক, প্রযোজকও বটে। দ্য আইডল বানিয়েছেন ‘ইউফোরিয়া’খ্যাত স্যাম লেভিনসন। এর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সিরিজটি সবার জন্য নয়।’
বিতর্ক মাথায় নিয়েই গত রোববার থেকে প্রচার শুরু হয়েছে সিরিজটি। পরের পর্ব মুক্তি পাবে ১১ জুন।