ওটিটিতে এ সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘ভাইরাস’–এ শ্যামল মাওলা
চরকির সৌজন্যে

ভাইরাস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
মিথ্যা আর স্বার্থপরতার ‘ভাইরাস’ সমাজের নিয়ন্ত্রণ নেয়, সেই প্রতিকূল সময়ে পরিচয় ঘটে আফজাল ও নিরঞ্জনের। আফজালকে নিরঞ্জন ইশারায় জানায়, মানুষের কৃতকর্মও একসময় ‘ভাইরাস’ হয়ে ফিরে আসে।

আরও পড়ুন

সেই কৃতকর্মের ‘ভাইরাস’ থেকে বাঁচতে আফজালকে প্রায়শ্চিত্ত করতে হবে! এমন প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে সিরিজে। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শ্যামল মাওলা, শরীফ সিরাজ।

অগোচরা
ধরন: সিরিজ
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: চলমান
আশির দশকে পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে এ সিরিজটি বানিয়েছেন সিদ্দিক আহমেদ।

মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশু প্রমুখ। গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে সিরিজটি।

হার্ট অব স্টোন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
টম হার্পার পরিচালিত এই স্পাই-অ্যাকশন সিনেমাটি দিয়েই হলিউডে অভিষেক হলো ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের।

ছবিতে তাঁকে দেখা গেছে খল চরিত্রে। তারকাবহুল ছবিটিতে আরও আছেন গাল গ্যাদত, জেমি ডরন্যাম প্রমুখ।

‘মেড ইন হ্যাভেন’ সিজন টুর পোস্টার
আইএমডিবি

মেড ইন হ্যাভেন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: চলমান
২০১৯ সালে মুক্তির পর রোমান্টিক ড্রামা সিরিজটি সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। চার বছর পর গত বুধবার রাতে মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। জোয়া আখতার ও রীমা কাগতি এই সিরিজের স্রষ্টা। প্রথম কিস্তিতে ৯ পর্ব থাকলেও দ্বিতীয়টিতে আছে ৭ পর্ব। সবিতা ধুলিপালা, অর্জুন মাথুর, কালকি কোয়েচলিন ছাড়াও এবারের সিজনে দেখা গেছে রাধিকা আপ্তে, ম্রুণাল ঠাকুরদের।

আবার প্রলয়
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
২০১৩ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তীর সিনেমা ‘প্রলয়’। সেই সিনেমার স্পিন-অফ সিরিজ এটি। নারী পাচার নিয়ে নির্মিত সিরিজটি মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার রাতে। ১০ পর্বের সিরিজটির প্রধান চরিত্র অনিমেষ দত্ত রূপে দেখা গেছে শাশ্বত চ্যাটার্জিকে।

‘আবার প্রলয়’–এ শাশ্বত
ফেসবুক থেকে

তারকাবহুল এ সিরিজে আরও আছেন পরান বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জি।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের দৃশ্য। আইএমডিবি

অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
মিস্ট্রি কমেডি-ড্রামা ঘরানার সিরিজটির তৃতীয় সিজনের দুটি পর্ব মুক্তি পেয়েছে ৮ আগস্ট। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাকি পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। সেলেনা গোমেজ, স্টিভ মার্টিন, মার্টিন শট ছাড়াও এবারের সিজনে দেখা যাবে পল রাড, মেরিল স্ট্রিপকে।