চরকিতে মুক্তি পেল ‘মারকিউলিস’
এক তরুণীর প্রেমিক খুন হয়। হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে গোলকধাঁধায় আটকে যায় জয়িতা। সামনে আসতে থাকে অবিশ্বাস্য সব সত্য। এই সত্য তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবু সত্যের মুখোমুখি তাকে হতে হবে। এমন গল্প নিয়ে আবু শাহেদ ইমন বানিয়েছেন সিরিজ ‘মারকিউলিস’।
আট পর্বের সিরিজটি ঈদ উপলক্ষে আজ রাত ৮টায় মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।
সিরিজটি নিয়ে চরকি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, ‘ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে এতে।
এমনভাবে সিরিজটি তৈরি করা হয়েছে যে খুব সাধারণ দর্শকও এটা উপভোগ করতে পারবেন।’ ‘মারকিউলিস’ দিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের চরিত্রটির জন্য তাঁকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। সাবিলা জানিয়েছেন, এ ধরনের কাজ আগে কখনোই করেননি।
মনপুরা’, ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম সিরিজটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘আগে দু-একটা ফ্রেমে বা দৃশ্যে হয়তো অভিনয় করেছি, কিন্তু এবার মোটামুটি বড় একটি চরিত্র দিয়ে আমাকে বিপদে ফেলেছিল ইমন (হাসি)। তবে কাজের অভিজ্ঞতা বেশ চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। বেশ বড় আয়োজনের একটা কাজ হয়েছে।’
তারকাবহুল সিরিজটিতে আরও আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম, মাজনুন মিজান, অশোক ব্যাপারী প্রমুখ।