লিলির এমিলি হয়ে ওঠা

‘এমিলি ইন প্যারিস’–এর তৃতীয় কিস্তি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

ভিনদেশে গিয়ে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নানা সময়ে নির্মিত হয়েছে সিনেমা, টিভি সিরিজ। তাই বছর দুই আগে নেটফ্লিক্সে যখন ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’ মুক্তি পায়, দর্শকের প্রত্যাশা খুব বেশি ছিল না। কিন্তু ধারণাটি ভুল প্রমাণ করে সিরিজটি জনপ্রিয়তা পায়। প্রথম দুই কিস্তির পর সিরিজটির তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। সিরিজটি দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী লিলি কলিন্স।
নামের শেষে কলিন্স পদবি দেখে অনেকেই গুগলে সার্চ করেন। জেনে নেন সত্যিই তিনি ব্রিটিশ গায়ক ফিল কলিন্সের মেয়ে কি না। ঘটনা সত্যি, তিনি ফিল কলিন্সেরই মেয়ে। তবে গানে নয়, লিলি আলো ছড়াচ্ছেন অভিনয়ে।

লিলি কলিন্স
রয়টার্স

শিশুশিল্পী হিসেবে শুরু, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার পর আরও পরিচিতি পান। সায়েন্স ফিকশন হরর ‘প্রিস্ট’ করেছেন, দেখা গেছে ‘দ্য ইংলিশ টিচার’, ‘অ্যাবডাকশন’ ইত্যাদি সিনেমায়। তবে এখন ‘এমিলি ইন প্যারিস’ নিয়েই আলোচনায় লিলি।

সিরিজে তিনি মার্কিন তরুণী এমিলি কুপার, হঠাৎ পাওয়া চাকরি সূত্রে যিনি হাজির হন প্যারিসে। নতুন শহরে তাঁকে ঘিরে ঘটতে থাকে নানা কাণ্ড। সিরিজটি যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পায়, যদিও অনেক সমালোচক মনে করেন, এতে ফরাসি ও ইরানি জনগোষ্ঠীর মানুষকে যথাযথভাবে তুলে ধরা হয়নি। তবে সে যা–ই হোক, লিলির অভিনয় প্রশংসিত হয়েছে। গত বছর সিরিজটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবে মনোনয়নও পেয়েছিলেন।

‘এমিলি ইন প্যারিস’ টিম
রয়টার্স

সিরিজটি নিয়ে লিলি বলেন, ‘এমিলি ইন প্যারিস’-এ বিভিন্ন প্রজন্মের নারীদের দেখা গেছে, যাঁদের মধ্যে অনেক বিষয়েই মিল। সিরিজটি আসলে নারীর ক্ষমতায়নই উদ্‌যাপন করেছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের সঙ্গে এমিলির মিল নিয়েও, ‘এমিলির সঙ্গে আমার অনেক কিছুই মিলে যায়—সে ঘুরতে ভালোবাসে, আমিও। ওর ফ্যাশনের সঙ্গে আমার মিল আছে। এমিলির মতো আমিও মানুষের চরিত্রের ভালো দিকটাই কেবল দেখতে চাই। এত সব মিল থাকার কারণে তাঁর সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। এমিলি আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আমার হাঁটার ধরন, স্টাইলও বদলে গেছে!’

‘এমিলি ইন প্যারিস’–এর পোস্টারে লিলি কলিন্স

তবে অভিনেত্রী নিজেও ভাবতে পারেননি এই এক সিরিজ তাঁকে দুনিয়াজুড়ে এতটা পরিচিতি দেবে, ‘চিত্রনাট্য পড়ার পরও মনে হয়নি, এমিলি এতটা জনপ্রিয় হবে। মনে হয়েছিল, কিছু একটা হতে পারে...জাস্ট এটাই।’

ভবিষ্যতে লিলির অভিনয় নিয়ে অনেক ব্যস্ততা। তবে এর মধ্যেও গানের জন্য সময় বের করতে চান। যার বাবা ফিল কলিন্স, তিনি যে গাইতে ভালোবাসবেন, সে আর আশ্চর্য কী।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন