সারা দুনিয়ার তরুণেরা বুঁদ, কী আছে এই সিরিজে

‘দ্য হোয়াইট লোটাস’-এর দৃশ্য। এইচবিও ম্যাক্স

ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, ‘অনৈতিক’ ব্যাপারস্যাপার, সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, সারা দুনিয়ার তরুণেরাই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তাই তৃতীয় মৌসুমের অপেক্ষা যেন আর ফুরাচ্ছিলই না। অবশেষে ১৬ ফেব্রুয়ারি এসেছে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা বলছেন, তিন বছরের অপেক্ষা বৃথা যায়নি।

‘দ্য হোয়াইট লোটাস’ নিয়ে লিখতে গিয়ে শিরোনামে ‘ডেলিসিয়াস’ শব্দটি রেখেছেন বেশ কয়েকজন সমালোচক। আসলেই সিরিজটি দারুণ। জনপ্রিয় সব পর্যটনকেন্দ্রে শুটিং, সময়ের সঙ্গে যায় এমন সব বিষয়; তাই বোদ্ধা থেকে সাধারণ দর্শক, সবারই সিরিজটি পছন্দ। তবে এসব ছাপিয়েও বড় কারণ হলো, নির্মাতাদের বার্তা। কার্যত পুরো সিরিজেই পুঁজিবাদী সমাজ নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতারা। আর গুরুগম্ভীর কোনো সংলাপ বা অতি নাটকীয়তা ছাড়াই ডার্ক কমেডির মোড়কে সেটা দেওয়া হয়েছে।

সিরিজে ‘মক’ চরিত্রে অভিনয় করেছেন লিসা। এএফপি

সিরিজের প্রথম মৌসুমের প্রেক্ষাপট ছিল হাওয়াই, দ্বিতীয়টির সিসিলি। এবার থাইল্যান্ডে হাজির হয়েছেন নির্মাতারা।

সিরিজে ‘মক’ চরিত্রে অভিনয় করেছেন লিসা। এ সিরিজ দিয়েই গুরুত্বপূর্ণ চরিত্রে এই থাই র‍্যাপারের অভিনয়ে অভিষেক ঘটল। কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন লালিসা মানোবান। এই গায়িকা-অভিনেত্রী ভ্যারাইটিকে বলেন, ‘এখনকার অনুভূতি আসলে বলে বোঝানো মুশকিল। আমি রোমাঞ্চিত। সবাই যে পুরো মৌসুম কবে দেখবে, তর সইছে না।’

আরও পড়ুন

প্রথমবার অভিনয়, তাই কোনটা করলে ভালো হবে, কোনটা করলে হবে না; সে বিষয়ে পরিষ্কার ধারণা লিসার ছিল না। তাঁকে সিরিজের সহশিল্পীরা দারুণ সহযোগিতা করেছেন; এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি ২৭ বছর বয়সী এই তারকা।

ভ্যারাইটির সঙ্গে এই সাক্ষাৎকারে লিসা জানিয়েছেন, প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা, ‘যখন “অ্যাকশন” বলা হয়, প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ি। খুব ঘামছিলাম; মনে হচ্ছিল, নিজের সংলাপগুলো ভুলে বসে আছি; পুরো মাথা খালি।’

‘দ্য হোয়াইট লোটাস’-এর দৃশ্য। এইচবিও ম্যাক্স

নিজের দেশের প্রেক্ষাপটে গল্প হওয়ায় অভিনয় যে তুলনামূলক সহজ হয়েছে, সেটাও স্বীকার করেন লিসা। ৬ এপ্রিল পর্যন্ত প্রতি রোববার সিরিজটির একটি পর্ব মুক্তি পাবে। এবারের পর্বগুলো পরিচালনা করেছেন মাইক হোয়াইট।