কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘পোন্নিইন সেলভান টু’র পোস্টার
আইএমডিবি

পোন্নিইন সেলভান টু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
মণি রত্নমের ছবিটি চলতি বছরের ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রায় ৩৫০ কোটি রুপি ব্যবসা করে।

আরও পড়ুন

গত বছর মুক্তি পাওয়া প্রথম কিস্তির পথ ধরেই এগিয়েছে দ্বিতীয়টির গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জয়রাম রবি, সবিতা ধুলিপালা, ঐশ্বরিয়া লক্ষ্মী প্রমুখ।

কিসি কা ভাই কিসি কি জান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান

ঈদে মুক্তির পর প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি সালমান খান অভিনীত ছবিটি
আইএমডিবি

ঈদে মুক্তির পর প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি সালমান খান অভিনীত ছবিটি। ফরহাদ সামজি পরিচালিত অ্যাকশন কমেডি ছবিটি তৈরি হয়েছে ২০১৪ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা বীরান-এর প্রেরণায়। সালমান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, শেহনাজ গিল।

‘জন উইক ৪’ দেখা যাচ্ছে ওটিটিতে
আইএমডিবি

জন উইক ৪
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
চতুর্থ কিস্তিতে ভয়ংকর এক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন গুপ্তঘাতক জন উইক; সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা নতুন শত্রুর বিরুদ্ধে তাকে লড়তে হবে। চলতি বছরের মার্চে মুক্তির পর ছবিটি বক্স অফিস সাফল্য ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। আগের মতো জন উইক চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস। চ্যাড স্ট্যাহেলস্কি পরিচালিত ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লরেন্স ফিসবার্ন, বিল স্কারসগার্ড, ডনি ইয়েন।

সিক্রেট ইনভেশন
ধরন: মিনি সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান

কই নামের মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত হয়েছে ‘সিক্রেট ইনভেশন’
আইএমডিবি

একই নামের মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত মিনি সিরিজ পরিচালনা করেছেন আলী সেলিম। এতে নিক ফিউরি চরিত্রে দেখা যাবে স্যামুয়েল এল জ্যাকসনকে। অন্যান্য চরিত্রে আরও আছেন বেন মেন্ডেলসন, কোবি স্মুলডার্স, এমিলিয়া ক্লার্ক, অলিভিয়া কোলম্যান প্রমুখ। পৃথিবীতে স্ক্রালদের আক্রমণ প্রতিরোধ করতে নিক ফিউরি ও তার সহযোগীদের মরিয়া চেষ্টাকে ঘিরে এগিয়েছে সিরিজটির গল্প।

স্কাল আইল্যান্ড
ধরন: অ্যানিমেশন সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
একদল অভিযাত্রী ঘটনাক্রমে হাজির হয় রহস্যময় এক দ্বীপে। এমন অনেক কিছুই ঘটতে শুরু করে, যা তাদের ভাবনারও বাইরে। এরপর শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। এমন গল্প নিয়ে অ্যাকশন আর অ্যাডভেঞ্চারের মিশেলে সিরিজটি তৈরি করেছেন ব্রায়ান ডাফফিল্ড।

‘স্কাল আইল্যান্ড’ সিরিজের পোস্টার
আইএমডিবি