২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চরকিতে তামিল সিনেমা ‘থিরান’

আজ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এইচ ভিনোথ পরিচালিত সিনেমা ‘থিরান’। বাংলায় ডাবিং করা সিনেমাটি তামিল ভাষায় ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমা বিশ্বের যেকোনো স্থান থেকে চরকিতে আজ রাত আটটার পর থেকে দর্শক উপভোগ করতে পারবেন। থ্রিলারধর্মী সিনেমার গল্পটি একজন পুলিশ অফিসারের খুনের জট খোলার রহস্যকে কেন্দ্র করে।

থিরান একজন পুলিশ অফিসার। তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকায় একই ধরনের দুর্ধর্ষ সব খুনের ঘটনা ঘটতে থাকে। থিরান চেষ্টায় থাকেন কীভাবে ভেদ করা যায় এই খুনের রহস্য। আর এই নির্মম ঘটনার পেছনে আসলেই কারা জড়িত? থিরানের ইনভেস্টিগেশনে কীভাবে সমাধান হবে এ রহস্যের, তাঁরা কি সফল হবেন?

সব প্রশ্নের উত্তর মিলবে আজ চরকিতে। ২০০০ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে থিরান। ২ ঘণ্টা ৩৭ মিনিটের অ্যাকশন, ক্রাইম ও থ্রিলারধর্মী সিনেমাটি দর্শকদের আটকে রাখবে পুরো সময়।

এই সিনেমায় নামভূমিকায় দেখা যাবে তামিল ও মাদ্রাজ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার কার্থিকে। তাঁর সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। অভিমন্যু সিংসহ অনেককে দেখা যাবে এই সিনেমায়।