আবার ওয়েব ফিল্মে দীঘি, সঙ্গে ইয়াশও

ইয়াশ ও দীঘি
সংগৃহীত

শিশুশিল্পী হিসেবেই অভিনয়ে প্রার্থনা ফারদীন দীঘি বাজিমাত করেছেন। ছবিতে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শিশুশিল্পী ইমেজ কাটিয়ে ওঠার পর দীঘির চরকি অরিজিনাল ‘শেষ চিঠি’ দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক ঘটে। এ ছবিতে পরিণত বয়সের দীঘির অভিনয় বেশ প্রশংসিত হয়। নতুন খবর, এবার আরেকটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘ফেরা’, পরিচালক সুমন ধর।

ইয়াশ রোহান ও দীঘি
সংগৃহীত

‘ফেরা’ দীঘি অভিনীত দ্বিতীয় ওয়েব ফিল্ম। যেখানে পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তেও ছিলেন। গতকাল সন্ধ্যায় দীঘি প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির ‘ফেরা’ নামের এ ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে চুক্তিপত্রে সইয়ের আনুষ্ঠানিকতা শেষে দীঘি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে কোনো কিছু পরিষ্কার করে না লিখলেও রহস্য করে দীঘি লিখেছেন, ‘আমার কো-আর্টিস্ট ইয়াশ রোহানকে অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’

ইয়াশ ও দীঘি
সংগৃহীত

‘ফেরা’ ছবির শুটিং নতুন বছরে শুরু হবে বলে জানালেন দীঘি। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই গল্পটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে গতকাল সিদ্ধান্তে এসেছি, এটিই হবে আমার পরবর্তী ওয়েব ফিল্ম। এখন জোরেশোরে প্রিপ্রেডাকশনের কাজ চলছে। ছবির গল্প আর আমার চরিত্রটি ভীষণ রকম ভালো লেগেছে। মনে হচ্ছিল, এমন একটি চরিত্রই এত দিন খুঁজছিলাম। আমি খুবই এক্সাইটেড। নিজেকে চরিত্রের উপযোগী করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমার অভিনয়জীবনে ভিন্ন রকম কিছু যোগ হতে যাচ্ছে।’

শিশুশিল্পী হিসেবে দীঘি বেশ জনপ্রিয়তা পান। সেই ইমেজ ভেঙে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের কয়েক বছর নিজেকে অভিনয়ের বাইরে রেখেছিলেন তিনি। আট বছরের বিরতির পর গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয়। কিন্তু নায়িকা হিসেবে অভিষেক খুব একটা ভালো হয়নি। তবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে প্রশংসিত হয়েছেন দীঘি। আর চলতি বছর চরকি ফ্লিক ‘শেষ চিঠি’তে তুলি চরিত্রে অভিনয় করে দীঘি বাজিমাত করেন। গ্ল্যামারাস লুকের বাইরে হাজির হন ভিন্ন রূপে। মুক্তির অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে দীঘিকে।