ছুটির দিনে দেখতে পারেন সদ্য মুক্তি পাওয়া নতুন ৭ সিনেমা–সিরিজ

চলতি ফেব্রুয়ারি মাসের শেষে ওটিটিতে এসেছে নতুন বেশ কয়েকটি সিনেমা, সিরিজ। ছুটির দিনে ঘরে বসে দেখতে পারেন নানা স্বাদের এই কনটেন্টগুলো।

ছুটির দিনে ঘরে বসে দেখতে পারেন নানা স্বাদের এই কনটেন্টগুলো। কোলাজ

‘সুরাল ২’, অ্যামাজন প্রাইম ভিডিও
পুস্কর ও গায়েত্রী ভারতের আলোচিত নির্মাতা দম্পতি। তাঁরা নজর কাড়েন তামিল ছবি ‘বিক্রম বেদা’ বানিয়ে। এরপর তাঁদের লেখা তামিল সিরিজ ‘সুরাল: দ্য ভোটেক্স’ও ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার আসছে সেই সিরিজের দ্বিতীয় মৌসুম। আজ শুক্রবার মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজটির দ্বিতীয় মৌসুম।

‘সুরাল ২’–এর পোস্টার থেকে

ব্রহ্ম জি ও সারজুন পরিচালিত এ সিরিজের প্রধান দুই চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাজেশ ও কাথিরকে। ঐশ্বরিয়া করেছেন এক পুলিশ কর্মকর্তার চরিত্র। তামিলনাড়ুর এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে হঠাৎই পাওয়া যায় এক প্রতিবাদী আইনজীবীর লাশ। তদন্তে বেরিয়ে পুলিশ কোনো কিনারা করতে পারে না। কে, কেনই–বা খুন করল? এমন গল্প নিয়ে এগিয়েছে সিরিজটি।

‘দ্য হোয়াইট লোটাস ৩’, এইচবিও ম্যাক্স
মোটাদাগে বিলাসবহুল হোটেলে ছুটি কাটানোর গল্প। তিনটি পরিবার ও হোটেল ম্যানেজারকে নিয়ে চিত্রনাট্য। দুর্দান্ত সব চরিত্র, অভিনয় আর নির্মাণগুণে সাড়া ফেলেছিল সিরিজটি। এবার এসেছে এর তৃতীয় মৌসুম।

‘দ্য হোয়াইট লোটাস’-এর দৃশ্য। এইচবিও ম্যাক্স

১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, বাকি পর্বগুলো আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতি রোববার মুক্তি পাবে। এবারের মৌসুম পরিচালনা করেছেন মাইক হোয়াইট। বিভিন্ন চরিত্রে আছেন লেসলি বিব, ক্যারি কুন, সারাহ ক্যাথেরিন হুক, জেসন আইজ্যাক প্রমুখ।

‘রিচার ৩’, অ্যামাজন প্রাইম ভিডিও
লি চাইন্ডের বহুলপঠিত ‘রিচার’ সিরিজের বই নিয়ে আগে সিনেমা হয়েছে। নায়ক ছিলেন টম ক্রুজ। এরপরও দর্শক-সমালোচক কারও পাত্তা পায়নি সিনেমাগুলো। পর্দায় ‘রিচার’-এর কপাল খোলে ওটিটিতে মুক্তির পর। ২০২২ সালে ‘রিচার’-এর প্রথম মৌসুম আসার পরই ব্যাপক হিট হয়, একের পর এক মৌসুমের ঘোষণা আসে। এবার এসেছে তৃতীয় কিস্তি। প্রথম মৌসুমের পরই সেরা ‘রিচার’ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন অ্যালেন রিটসসন, এবারও আছেন তিনি। তৃতীয় মৌসুমে পর্ব আছে আটটি।

‘রিচার ৩’–এর দৃশ্য। আইএমডিবি

গত ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে প্রথম তিনটি পর্ব। চতুর্থ পর্ব মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে। ‘রিচার’ সাবেক সেনা কর্মকর্তা, বোহেমিয়ান চরিত্র। ঘুরে বেড়ায় এ শহর থেকে ও শহরে, জড়িয়ে পড়ে নতুন রহস্যের জালে। এবারের কিস্তিতেও তাকে মুখোমুখি হতে হবে ভয়ংকর এক অপরাধী চক্রের।

‘রানিং পয়েন্ট’, নেটফ্লিক্স
স্পোর্টস কমেডি সিরিজটি নিয়ে আলোচনা চলছে মুক্তির আগে থেকেই। এর বড় কারণ কেড হাডসন। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। গতকাল রাতে মুক্তি পেয়েছে ১০ পর্বের সিরিজটি। ২০২১ সালে সিরিজটির প্রাথমিক ঘোষণা আছে, গত বছরের শুরুতে শুটিং হয় লস অ্যাঞ্জেলেসে। সিরিজটি নির্মাণ করেছেন জেমস পনসোল্ড।

‘বিটলজুস বিটলজুস’–এর দৃশ্য। আইএমডিবি

‘বিটলজুস বিটলজুস’, জিওস্টার
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল এটি। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘বিটলজুস’–এর সিকুয়েল বানিয়েছেন টিম বার্টন। গত বছরের আগস্টে ভেনিস উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। ১০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৪৫০ মিলিয়ন ডলারের ব্যবসা করে। গথিক হরর ডার্ক ফ্যান্টাসি এই সিনেমায় অভিনয় করেছেন জাস্টিন থেরক্স, মনিকা বেলুচ্চি, জিতা ওর্তেগা। এ ছাড়া আছেন মাইকেল কিটন, উইনোনা রাইডার প্রমুখ।

‘বার্লিন ইআর’, অ্যাপল টিভি প্লাস
ব্যক্তিগত জীবনের নানা ঝামেলা পেছন ফেলে সামনে এগিয়ে যেতে চান এক তরুণ চিকিৎসক। বার্লিনের এক হাসপাতালে কাজ শুরু করেন। কিন্তু সবকিছু কি তাঁর পরিকল্পনামতো হয়? এমন গল্প নিয়ে মুক্তি পেয়েছে জার্মান এই মেডিকেল ড্রামা সিরিজের প্রথম মৌসুম। এতে অভিনয় করেছেন হ্যালি লুসি জোন্স, স্ল্যাভকো।

‘ডাব্বা কার্টেল’, নেটফ্লিক্স
অভিনেতা, নির্মাতা ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডাব্বা কার্টেল’। এ সিরিজের মাধ্যমেই ওটিটির আঙিনায় পা রাখছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমি।

‘ডাব্বা কার্টেল’ সিরিজের দৃশ্য। নেটফ্লিক্স

এই সিরিজে আরও দেখা যাবে শালিনী পান্ডে, জ্যোতিকা, গজরাজ রাও, সাই তমহংকার, যীশু সেনগুপ্তকে। ট্রেলারে দেখানো হয়েছে, পাঁচ মধ্যবিত্ত গৃহবধূ  প্রতিদিন টিফিন তৈরি করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। কিন্তু তাঁরা দুভাবে টিফিন তৈরি করেন।

আরও পড়ুন

প্রথম প্রকারের টিফিনে থাকে ভাত, ডাল এবং অন্যান্য খাবার। দ্বিতীয় প্রকারের টিফিনে এমন কিছু দেওয়া হয়, যার ফলে লাখ লাখ টাকা আয় করেন তাঁরা! সিনেমার গল্প যত এগোয়, ততই বোঝা যায়, একটি সাধারণ লাঞ্চবক্স সেবার আড়ালে যে অন্য ব্যবসা শুরু করেছিলেন পাঁচ গৃহবধূ, তাতে ধীরে ধীরে তারা নিজেরাই ফেঁসে যায়। নিজেদের রক্ষা করার জন্য কী করবে তারা? এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজে।